►►►Alexander and the Terrible,Horrible,No Good,Very Bad - TopicsExpress



          

►►►Alexander and the Terrible,Horrible,No Good,Very Bad Day◄◄◄ . . কি? মুভির নাম দেখে ডরাইছেন ?আমিও নাম দেখেই ভয় পাইছি,পরে নামাইছি এবং শেষে মুগ্ধ হইছি...সুইট একটা ফ্যামিলি মুভি,সাথে এক রাশ কমেডি ফ্রি।এতো বড় নাম ওয়ালা মুভি জীবনে খুব কম ই দেখছি।মুভিটা ভালো লাগছে অনেক,পরিবারের সবার সাথে বসে মুভিটা দেখেন,ভালো লাগবে অনেক। . ✪✪✪কাহিনী✪✪✪ . আলেকজান্ডার কুপার,বাবা-মায়ের ৪ সন্তানের মধ্যে তৃতীয়।এতো বিশাল পরিবারের মাঝে থেকেও ক্যামন জানি সে অনেকটা একা।পরিবারের সবাই যে যার কাজে বিজি।কেও জব নিয়ে,কেও নিজের সমস্যা নিয়ে।এর মাঝে কেও ঠিক করে তাকে বুঝতে চায় না। . আজ তার জন্মদিন।এই দিন নিয়ে তার অনেক প্লান ছিল আগ থেকেই।রাতে বাসায় ফ্রেন্ড দের নিয়ে তার জন্মদিন পালন করবে,এটাই তার আশা ছিল।কিন্তু সকাল থেকেই শুরু হয় নানা সমস্যা,ঘুম ভাঙ্গে তার চুলে চুইংগাম নিয়ে,এছাড়া আরও অনেক দুর্ঘটনা ঘটে দিন ভর।ওদিকে ঠিক তার জন্মদিনের দিন তার আরেক ফ্রেন্ড এর জন্মদিন পড়ে যায়।সবাই বলে ওই পার্টি তে যাবে এটা বাদ দিয়ে। . আলেকজান্ডার অনেক চেষ্টা করে দিনটাকে ঠিক ভাবে পালন করতে,কিন্তু যেই দিন শুরু হয় নানা রকম ঝামেলা নিয়ে,সেই দিন আর কত ভালো যাবে শেষ পর্যন্ত?একটা কথা আছে না,Morning shows the day...দিনের অর্ধেক ই খারাপ চলে গেছে,আর খারাপ কত হবে?তবুও সবাই দেখতে থাকে দিনের বাকিটা ক্যামন যায়......পার্টি কি আসলেই হবে নাকি সব চেষ্টা তার বিফলে যাবে?জানতে চাইলে মুভিটা দেখেন...... . . ➔Movie name:Alexander and the Terrible,Horrible,No Good,Very Bad Day ➔Release date:24 October 2014 ➔IMDB rating:6.3 ➔Genre:Comedy,Family ➔Cast:Steve Carell, Jennifer Garner, Ed Oxenbould ➔Director: Miguel Arteta . . ✪✪✪Download link✪✪✪ . . ╚►https://kickass.so/alexander-and-the-terrible-horrible-no-good-very-bad-day-2014-720p-brrip-x264-yify-t10104675.html ╚►https://kickass.so/alexander-and-the-terrible-horrible-no-good-very-bad-day-2014-1080p-brrip-x264-yify-t10104956.html ╚►https://kickass.so/alexander-and-the-terrible-horrible-no-good-very-bad-day-2014-720p-bluray-x264-geckos-t10104419.html ╚►https://kickass.so/alexander-and-the-terrible-horrible-no-good-very-bad-day-2014-1080p-bluray-h264-aac-rarbg-t10104669.html
Posted on: Fri, 23 Jan 2015 11:45:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015