***Android মোবাইল দিয়ে পিসিতে - TopicsExpress



          

***Android মোবাইল দিয়ে পিসিতে নেট চালানোর সিস্টেম ।*** যা যা লাগবে-- পিসি/লেপটপ Android Mobile usb cable দুটি প্রক্রিয়া আছে। একটি ডাটা কেবলের সাহায্যে, যেখানে Wi-Fi লাগেনা। আরেকটি wi-fi hotspot এর সাহায্যে, এর জন্য পিসি/লেপটপে Wi-Fi থাকা লাগবে। 1 নং প্রক্রিয়া --- এর জন্য প্রথমে ডাটা কেবলটি মোবাইলের সাথে কানেক্ট করুন। এবার পিসির সাথে কানেক্ট করুন। মোবাইলে একটি Notification আসবে, "Connect usb storage" নামের। ওইটাতে ক্লিক করবেন না । Notification clear করে দিন বা যেমনে আছে ওমনেই থাকতে দিন। এবার মোবাইলের Connectivity Optionখুজে বের করুন (Settings) । usb connection এ যান। একটা option পাবেন --- usb tethering। এটাতে টিক দিন। এবার পিসিতে কানেকশন পাবেন। কিছু ক্ষেত্রে Pc Suite এর দরকার হবে। এবার সাধারন ভাবে ব্রাউস বা ডাউনলোড করুন পিসিতে। 2 নং প্রক্রিয়া--- এটাতে কোনো তার বা usb এর ঝামেলা নেই, কোনো pc suite লাগবে না। কিন্তু মোবাইল এবং পিসি/লেপটপ দুটিতেই Wi-Fi থাকা লাগবে। প্রথমে মোবাইলের ও পরে পিসির Wi-Fi on করুন। এবার মোবাইলের Wirless Connection option টা খুজে বের করুন। (Settings) । Wi-Fi connection সম্পর্কিত যে Option পাবেন ওখানে যান। Wi-Fi portable hotspot on করুন। এবার পিসিতে দেখবেন নেট কানেকশন পাবে। প্রয়োজনীয় কিছু সেটিংস্ করতে বলবে যা দেখলেই বুঝবেন। কানেকশন না পেলে Wi-Fi on-off করে দেখুন। মোবাইলটি পিসির কাছে রেখে নেট চালাতে থাকুন। এক্ষেত্রে কানেকশন কিছুটা স্লো হবে। বিঃদ্রঃ যারা আগে থেকেই জানেন তারা দুরে থাকুন। শুধুমাত্র আপনাদেরই জন্য এত কষ্ট করে বাংলায় সাবলীল ভাষায় লিখলাম। সবাই লাইক দিলে বুঝব কষ্টটা সার্থক হয়েছে। আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। ::: TAUFIQ :::
Posted on: Sun, 23 Jun 2013 03:49:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015