\B2B Bollyspice/// ১। শাহরুখ খান - TopicsExpress



          

\B2B Bollyspice/// ১। শাহরুখ খান হ্যাপি নিউ ইয়ারের শুটিং করছেন। কিছুদিন আগে তিনি তার অংশের শুট শেষে কিছু কাজে দুবাই থেকে মুম্বাইতে আসেন। তবে কাজ শেষ করেই তিনি আবারও দুবাইতে ফিরেন,যদিও তার অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। তবুও তিনি আনুসাঙ্গিক কাজে অংশ নিতে চান বলে দুবাইয়ে চলে আসেন। তার এই আন্তরিকতায় পরিচালক ফারাহ খান খুব মুগ্ধ হয়েছেন। ২। কিছু দিন আগে একটা খবর এসেছিল যে রণবীর কাপুর ও বেশরমের নায়িকা পল্লবী শার্দার মাঝে ভালো সম্পর্ক চলছে না। রণবীর নাকি পল্লবীর সাথে খুব একটা মিশছেন না এবং তার সাথে কথা-বার্তাও বলছেন না। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে RK বলেন যে,তাদের মাঝে সব ঠিক আছে এবং এগুলো সব মিথ্যা গুজব। ৩। সোনাক্ষী সিনহা,যিনি শুরু থেকেই অন্যান্য অভিনেত্রীদের থেকে একটু আলাদাভাবে চলেন। তার একটা নিজস্ব কমিটমেন্ট আছে যে,তিনি কখনও বি-টাউনের কোনো অভিনেতার সাথে প্রেমে জড়াবেন না। কিন্তু সম্প্রতি জানা যায়,সোনারও এক অভিনেতার উপর ছোটবেলা থেকে ক্রাশ আছে। সেটা আর কেউ নয়,বরং হৃথিক রৌশন। সোনার বান্দার বাড়িতে তার ঘরের দেয়ালে অনেকগুলো হৃথিকের বড় বড় পোস্টার টানানো আছে। ৪। গত বছর অজয় দেবগনের ছবি সান অব সর্দার ও ইয়াশ রাজ ফিল্মের ছবি জাব তাক হ্যায় জানের মুখোমুখি সংঘর্ষে অজয় ও ইয়াশ রাজদের মাঝে একটা ঝগড়া লাগে। যদিও এর বেশ সময় পার হয়ে গেছে,তবুও হয়ত আজও ইয়াশরাজগণ অজয়কে ক্ষমা করেনি। আর এই ঠাণ্ডা যুদ্ধের বাটে পড়েছেন অজয়ের বৌ কাজল। জানা যায়,২৭ সেপ্টেম্বর প্রয়াত ইয়াশ চোপড়ার জন্মদিনে YRF এর সাথে কাজ করা সকল অভিনেত্রীদের দাওয়াত দেয়া হলেও তাদের সবচেয়ে আলোচিত অভিনেত্রী কাজলকে কোনো দাওয়াত দেয়া হয়নি। অথচ YRF এর সবচেয়ে সফল ছবি DDLJ ও ফানাতে কাজলের অবদান চোখে পড়ার মত ছিল। So sad! ৫। ধুম থ্রি এর টিজার বের হওয়ার পর এর প্রতি আমির ভক্তদের আগ্রহের কমতি নেই। এত দিন আমরা জানতাম যে,এই ছবির মূল আকর্ষণ হলো আমিরের খলনায়কের চরিত্র। কিন্তু এখন জানা যায় এই ছবির আরেকটি আকর্ষণ আছে। জী হ্যা,আমির এতে ডবল রোল করছেন। অর্থাত্‍ আমির খান দ্বৈত চরিত্রে অভিনয় করবেন এতে। ৬। চলতি বছরের শুরুতে করন জোহল ও একতা কাপুর একসাথে একটি ছবি প্রডিউস করার ঘোষনা দেন,যাতে কারিনা কাপুর খান ও ইমরান হাশমিকে নেয়া হয়েছে। সব ঠিকঠাক চলছিল,কিন্তু এখন জানা যায় যে আগামি দুই বছরের আগে এই ছবিটি মুক্তি পাবে না। কারণ এর স্ক্রিপ্টে কিছু বদল করতে হয়েছে যার জন্য শুটিং শুরু হতে আরো কিছু সময় লাগবে। ৭। সালমান খানের আলোচিত ছবি মেন্টালের নাম বদলে জয় হো রাখা হয়েছে - এটা আমরা জানি। নতুন খবর হলো,সোহেল খান পরিচালিত জয় হো ছবির প্রথম পোস্টার আগামী ২য় অক্টোবরে প্রকাশ করা হবে। এটি অন্যান্য মসলা এন্টারটেইনার ছবি নয়,বরং সামাজিক ঘটনাবলির উপর নির্মিত,যা ২৪শে জানুয়ারী ২০১৪তে মুক্তি পেতে যাচ্ছে। ৮। দীপিকা-রণবীর কাপুরের ব্রেকআপের পেছনে RK এর মা নীতু কাপুরের হাত ছিল - কিছু দিন আগে এমন খবরকে RK মিথ্যা বললেও সম্প্রতি এক বিবৃতিতে নীতুর বক্তব্যে ঐ খবরে যেন কেরোসিন পড়লো। নীতু বলেন, "আমি যদিও রণবীরে জিএফ নিয়ে এতটা মাথা ঘামাই না,তবে তার বলিউডে শুরুর দিকে কিছু জিএফকে একদমই পছন্দ করি না"। আমরা জানি,DP রণবীরের শুরুর দিকের প্রেমিকা ছিলেন। জানা যায়,DP যখন RK এর GF ছিলেন তখন নাকি সে প্রায়ই RK এর বাসায় যেয়ে বসে থাকতেন এবং কাজের লোকদের এমনভাবে অর্ডার করতেন যেন সে ঐ বাড়ির মালিক। এতে RK এর মা নীতু খুবই বিরক্ত হতেন। তাহলে কি উপরের মন্তব্যটি দীপিকাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি? ৯। ঐশ্বরিয়া রায় বচ্চন মা হবার জন্য বহুদিন বলিউড থেকে দুরে ছিলেন। তবে তিনি ফিরছেন খুব বড়-সরভাবে। স্বামী অভিষেক বচ্চনের সাথে "হ্যাপি এনিভার্সারি" নামক একটি ছবির মাধ্যমে। এর শুটিং শুরু হবে সাউথ আফ্রিকায় আগামি বছরের শুরুতে। এতে Ash তার ধুম টু এর গেটআপেই আসবেন। ১০। শাহরুখ খান চেন্নাই এক্সপ্রেসের সাফল্যে ভাসছেন। কিন্তু মাঝখানে তার সফলতা কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। এতে SRK খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই কথা মনে করতে গিয়ে তিনি বলেন, "আমি হারতে ভয় পাই,২য় হতে ভয় পাই,সর্বোচ্চ আসন হারাতে ভয় পাই। আমি ব্যর্থ হতে এতটাই ভয় পাই যে,যখন দরকার না থাকে তখনও আমি পরিশ্রম করি। কারন আমার মনে হয় যে এই সফলতা একদিন আমার থেকে দুরে চলে যাবে। আমার ভেতর এটা ভয় হয় যে আমি পরিশ্রম না করলে আমার সব চলে যাবে"। ১১। সনু নিগম বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন গায়ক হলেও তিনি কখনও গান নিজে কম্পোজ করতেন না। কিন্তু তিনি এখন কম্পোজার হিসেবে মাঠে নামছেন ঐশ্বরিয়া-অভিষেকের হ্যাপি এনিভার্সারি ছবির সব গান তিনি বানাবেন। ইতিমধ্যে কিছু গান তিনি কম্পোজ করেছেন,যেগুলো তিনি নিজে গাননি। ১২। অক্ষয় কুমারের OUATIMD ফ্লপ হবার পর বসের অপেক্ষায় আছে তার ভক্তকুল। কিন্তু তিনি প্রচন্ড আক্ষেপ নিয়ে বললেন, "একটি ছবির সাথে একজন বড় তারকার নাম থাকলেই যে তা হিট হবে এমন কোনো কথা নেই। যদি ছবি গল্প ও বিষয় ভালো হয় তবেই তা চলবে। বড় তারকাদের ছবি যে হিট হবেই এমন কোনো কথা নেই। ঐ দিন গত হয়েছে যখন বড় স্টাররা বলিউডে রাজত্ব করত"। (admin) Ekta shoptah onk kosto kre 12ta news collect korechi. Ekta like na diye jayen na vai/bon plz!
Posted on: Sat, 28 Sep 2013 10:33:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015