•••Change Lock & Unlock Sound••• কেমন - TopicsExpress



          

•••Change Lock & Unlock Sound••• কেমন আছেন সবাই?? আশা করি ভালো... আবারো অনেকদিন পর পোস্ট করতে বসলাম... পরীক্ষা সামনে, তাই তেমন আসা হয় না ফেইসবুকে... যাইহোক আজাইরা আলাপ রেখে এখন কাজের কথায় আসি.. আজ আমি আপনাদের শিখাবো, কিভাবে এন্ড্রয়েড এর লক এবং আনলক সাউন্ড পরিবর্তন করবেন.. ••যা যা প্রয়োজন- ১• রুটেড এন্ড্রয়েড ফোন এবং ২• রুট এক্সপ্লোরার (যাদের কাছে রুট এক্সপ্লোরার নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন - bit.ly/1rDdj3L ) ••কার্যপদ্ধতি- প্রথমে Root explorer ওপেন করে System>media>audio>ui তে যান.. এখানে আপনি Lock.ogg এবং Unlock.ogg দুইটি অডিও ফাইল দেখতে পাবেন.. এইগুলাই আপনার সেটে লক এবং আনলকের সময় বেজে ওঠে.. ••এখন আপনি Mounted as RW করুন mounted as RO থেকে... এটি আপনি স্ক্রীনের উপরের ডানদিকে পাবেন.. এটি না করলে আপনি সিস্টেম ফাইল নিয়ে কাজ করতে পারবেন না.. ••এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি ৩-৪ সেকেন্ডের অডিও ফাইল সিলেক্ট করে সেটাকে যদি লক সাউন্ড বানাতে চান তাহলে সেটা রিনেম করে lock.ogg করুন.. (অর্থাৎ যদি ফাইলটির নাম Gun reload.mp3 হয় তাহলে সেটা রিনেম করে Lock.ogg করে ফেলবেন) এখন রুট এক্সপ্লোরার এর মাধ্যমে এসডি কার্ডে ঢুকে ফাইলটি কপি করে system>media>audio>ui ফোল্ডার টিতে পেস্ট করুন.. ফাইলটি রিপ্লেস হয়ে যাবে.. •• এখন lock.ogg এর উপর টাচ করে ধরে রাখুন.. কিছু অপশন আসবে.. সেখান থেকে permission সিলেক্ট করে করে আমি ছবিতে যেভাবে দেখিয়েছি সেভাবে করুন.. (আপনাদের সুবিধার্তে লাল বক্স দ্বারা চিনহিতো করে দেয়া হয়েছে) এখন ok টাচ করে সেভ করুন.. একই ভাবে আনলক সাউন্ড পরিবর্তন করবেন.. এখন সেট রিবুট করুন তারপর মজা দেখুন :-) :-) (আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করবেন, উল্টাপাল্টা কিছু করে সেটের বারোটা বাজালে আমি বা আমার পেজ দায়ী থাকবে না) ধন্যবাদ :-) •••Shariar•••
Posted on: Thu, 30 Oct 2014 16:43:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015