#Confession No. 291 ►Crushs name : Farnaz Rashid - TopicsExpress



          

#Confession No. 291 ►Crushs name : Farnaz Rashid Ananya ►Crush department : Management Studies(Session 2014-15) ►My department : Management Studies Session 2014-15) ►Description : অনন্যা, নামের সাথে মানুষের মিল খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তোমার নাম আর তুমি এক আর অভিন্ন। ক্লাস কেনো, পুরো ভার্সিটিতেও হয়ত তোমার মত কেউ নেই। রূপ লাবণ্যে তুমি অনন্যা। প্রথমে তোমাকে খুব একটা লক্ষ করি নি। একদিন দুষ্টুমি করে তোমায় দেখতে গিয়ে তোমার রূপের মোহে এখনো আমি মোহাচ্ছন্ন। আমি বাজি ধরে বলতে পারি, ক্লাসের প্রায় ৮০শতাংশ ছেলেই তোমার উপর ক্রাশ খেয়েছে। আমার ব্যপারটাকে আসলে ক্রাশ বলা কতটুকু যুক্তিযুক্ত জানি না, কারণ তোমার উপর ফিদা আমি এখনো হতে পারি নি। হওয়ার কোন সম্ভাবনাও নেই। তবে তোমার ঐ ভুবনবিজয়ী হাসি দেখার জন্য আমি যা কিছু করতে প্রস্তুত। ছেলে হিসেবে আমি অসুন্দর হতে পারি কিন্তু সুন্দরের পূজারী আমি চিরকাল। তাইতো কারণে অকারণে আমি তোমার দিকেই শুধু চেয়ে দেখি। বিশ্বাস করবে কিনা জানি না, তোমায় দেখলেই আমার মনে একটা অদ্ভুত প্রশান্তি চলে আসে। তাই সযত্নে তোমার প্রাইভেসি দেয়া ফেবু আইডিটা মোবাইলের হোমস্ক্রিনে শর্টকাট করে রেখেছি। যখন ইচ্ছা হয় তোমাকে দেখি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তোমার প্রতি আমার কোন ফিলিংস আছে কিনা জানি না, তবে একটা জিনিস খুব করে আমি আল্লাহ এর কাছে চাই। আমার প্রিন্সেস অনন্যার জীবনে যেন তিনি সুন্দর একটা প্রিন্স চার্মিং এনে দেন। যে ওকে পৃথিবীর সবটুকু সুখ এনে দিতে পারবে। অনেক কিছুই লেখার ইচ্ছা ছিল। লেখার দুঃসাহস দেখালাম না। কারণ পৃথিবীর সকল সুন্দরের উপমা যে তোমার পায়ে হূমড়ি খেয়ে পড়বে। কখনো সামনাসামনি কথাগুলো বলা হত না। তাই এই ছোট্ট সুযোগটির অপব্যয় করলাম না। ভাল থেকো প্রিন্সেস। ► Admins Rating : (★★★)Very Good ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Mon, 22 Dec 2014 17:02:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015