#Confession No. 295 ►Crushs name : Umme Tasbih ►Crush - TopicsExpress



          

#Confession No. 295 ►Crushs name : Umme Tasbih ►Crush department : Sociology ►My department : no need ►Description : তুমি তো জানোই কখনওই ভাবি নি, আমি তোমাকে নিয়ে কনফেশন করবো। তোমাকে প্রথম ফেইসবুকে পেয়েছিলাম। আমার এক বন্ধু তোমার স্ট্যাটাসে কমেন্ট করেছিলো। পাবলিক করা ছিলো! তাই তোমাকে পেয়েছিলাম। তোমার ওই বিশাল স্ট্যাটাস আমার নজন কেড়েছিলোর :-* !! তোমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম,, আর তুমি এক্সেপ্ট করলে। তুমি প্রতিদিন ভাষণ সম স্ট্যাটাস দাও। প্রতিদিন এতোবড়ো স্ট্যাটাস পড়তে বিরক্ত লাগতো। ধীরে ধীরে আমি তোমার স্ট্যাটাসের প্রতি আসক্ত হয়ে গেলাম। তোমার সুদূরপ্রসারী চিন্তাভাবনা আমার হৃদয়ে ধাক্কা দিলো। তোমার সাথে প্রথমদিকে কম চ্যাট হতো।পরবর্তীতে তোমার সাথে দেশ,জাতি ইত্যাদি বিষয়াদি নিয়ে প্রায়শই অনেক তর্ক বিতর্ক হতো।তোমার সাথে চ্যাট করতে করতে কখন যে আমি তোমার প্রেমে পড়েছি, আমি নিজেও জানি না ♥। তোমাকে দেখার জন্য আমি তোমার ডিপার্টমেন্টে যাই। তোমার সাথে কাকতালীয় ভাবে দেখা হয়েছে এমন অভিনয় করি (sorry)!! তুমি কি আমার মনের কথা বুঝতে পেরেছিলে??? তোমার fb তে আপলোড করা ছবিগুলো আমি প্রিন্ট করে একটা ডায়েরীতে সুন্দর করে লাগিয়ে রাখছি। তোমাকে যতো দেখছি ততই মুগ্ধ হচ্ছি । এখন, আমি শুধু fb তে ঢুকি তোমার স্ট্যাটাস পড়ার জন্য। স্টারজলসার নাটকগুলোর মতো প্রতিদিন তোমার স্ট্যাটাস না পড়লে ভালো লাগে না। তোমাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝানোর চেষ্টা করেছি আগে...। তুমিতো জানোই। তারপরও পাবলিকলি প্রোপোজ করলাম। আমি তোমাকে পাগলের মতো ভালবাসি♥!! তোমাকে ছাড়া বাঁচবো না। I love U ► Admins Rating : (★★)Good ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Sun, 28 Dec 2014 13:59:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015