#Confession No. 297 ►Crushs name : মোঃ খালিদ - TopicsExpress



          

#Confession No. 297 ►Crushs name : মোঃ খালিদ রহমান ►Crush department : Finance 16th Batch ►My department : Management ►Description : তার সাথে আমার প্রথম কথা হয়েছিল আমার প্রোফাইল পিকচার এর কমেন্ট বক্সে। আচ্ছা একজন মানুষের খুব সাধারন একটা কথা হঠাতই অসাধারন লাগা, শিরশিরে অনুভূতি, চোখ জ্বালাপোড়া, গলা শুকিয়ে আসা এসব আশ্চর্য অনুভূতিই কি সেই বিশেষ শব্দটাকেই বোঝায় না??? আমি তোমাকে ভালোবাসি আচ্ছা শুনো শুধু এখানেই তুমি করেই বলি কেমন? আপনি বললে বড্ড পর পর লাগছে। তোমাকে ভালোবেসে ফেলেছি কিনা বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি Something very strange has happened to me... আগে কখনও আমার এমন লাগে নি! তোমাকে দেখার পর নীরার সুনীল কেও আমার অসহ্য লাগছে, অতি প্রিয় জীবনানন্দ দাশ কেও একা দারুচিনি দ্বীপে রেখে এসেছি, এই প্রথম কল্পনা তে নয়, বাস্তবের কেউ একজন তুমি যার চোখে আমি আমার আশা-আনন্দের গল্প পড়তে পেরেছি...... তুমি খুব সাধারন করেই জানতে চাও___ কি খবর তুমি কি জানো ওই দুইটা শব্দ শোনার জন্যে আমি কতোটা উদগ্রীব থাকি, তোমাকে অনলাইনে দেখলে আমার হৃদপিণ্ডের গতি কিছুটা শ্লথ হয়ে আসে, ভেতরে কেমন একটা হাহাকার বোধের জন্ম হয়!!! কিছুক্ষণ পর পর তোমার ছবিটা দেখি, না দেখলে অস্থির অস্থির লাগে। তোমাকে সামনে দাড়িয়ে খুব দেখতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে____বাকি জীবনের প্রতিটা সকাল আমি তোমার মুখ দেখে জাগতে চাই..।। অথচ তোমার সামনে দাড়িয়ে একটা কথাও আমার মুখ দিয়ে বের হবে না, আমি পারব না...। কিন্তু বিশ্বাস করো রোজ ঘুমোতে যাবার আগে ভাবি সামনের সকালটা হয়তো অন্যরকম করে শুরু হবে। প্রেম-ভালবাসা নিয়ে ন্যাকামির ভাব আমার কোন কালেই ছিল না, কিন্তু এখন বড্ডও ইচ্ছে করছে তোমার পাশে হাটতে... তোমাকে নিয়ে আমি কনফেশন দিচ্ছি, জানিনা বিরক্ত হবে কিনা, শুধু আগছালো ভাবে আমার অনভুতির কথাটা বলতে চেয়েছি......... অনেক,অনেক, অনেক, অনেক, অনেক বেশি ফিল করি তোমাকে............... বিঃদ্রঃ- (আর হুম দাঁত বের করে না, ঠোঁট চেপে হেসো, ওভাবেই কিউট লাগে) ► Admins Rating : (★★★★)Awesome ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Thu, 01 Jan 2015 15:32:31 +0000

Recently Viewed Topics




© 2015