#Confession No : 315 ►Crushs name : Amit Hasan Promise - TopicsExpress



          

#Confession No : 315 ►Crushs name : Amit Hasan Promise ►Crush department : LLB ( University of Herdfortshire, UK ) ►My department : Islamic History & Culture (২০১৩-১৪) (DU) ►Description : ২০১৩ সালের কোন এক শীতের বিকেলে তোমার সাথে দেখা হয়েছিল প্রথম। তারপর কেন জানি অদ্ভুত ধরণের ভালোলাগা শুরু, যেটা ১ বছরের বেশী স্থায়ী ছিল। ভালোবাসা কি সেটা এখনো বুঝে উঠি নি, সবাই বলে ভালোবাসা মানে অপেক্ষা! কিন্তু আমি তো অপেক্ষা করেছিলাম! ভালোবাসা মানে আত্মসমর্পণ, সেটাও বাদ রাখি নি। আজ তুমি আমার থেকে অনেক দুরে, শেষ দেখাও করতে পারি নি বিবেকের কারণে। বিবেক চাইছিল না তোমাকে এই মুখটা দেখাতে। তবুও শান্তি আমি তোমার দুঃখ এর দিনে তোমাকের সাপোর্ট করতে পেরেছি। তুমি যখন গভীর রাতের বেলা আমার গাড় ঘুম নষ্ট করে আমাকে ফোন দিতে সত্যি অনেক ভাল লাগতো। তুমি গোমরা মুখ করে থাকতে তাই তোমাকে পেঁচা ডাকতাম! সবাই খালি জিজ্ঞাসা করতো পেঁচা টা কে? আমি বলতাম কেউ একজন! তুমি একদিন বলেছিলে আমার পেচাটাকে মেরে ফেলতে, সত্যি বিলিভ কর, আমি মেরে ফেলেছি :) এখন তুমি তোমার স্বপ্ন এর জায়গায় আছ, তোমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে এতেই আমি খুশী :) ভাল থাকুক সবার ভালবাসা। - সাদা বিল্লী (এই নামে ক্যাম্পাসে সবাই চিনে) ► Admins Rating : (★★)Good ►Like__mention__comment__and Share, If you know him or her
Posted on: Wed, 21 Jan 2015 07:26:48 +0000

Trending Topics



he Callaways are now part of @kindleworlds! Kindle
~*~AUTOMATONS R US - THE OBSOLETE MAN.~*~ Cops Bust Iron Man,
Eugene Nwaija wrote: Most stupid business ideas that people
Your Lifestyle Can Significantly Impact Your Emotional
It only takes a mention. A plan. Petition for help to bring
Eu não sei nada de matematica Sou um estupido em frances E nao
All of us would like to be remembered as individuals who left a
PLEASE SHARE THIS LITTLE GIRL .....LIMITED TIME SAVE THIS CHI

Recently Viewed Topics




© 2015