[Daily Quiz] #79.1: First quiz of this week আজ - TopicsExpress



          

[Daily Quiz] #79.1: First quiz of this week আজ কিংবদন্তি বিপ্লবী চে গাভারা (Che Guevara) –এর ৮৬তম জন্মবার্ষিকী। তিনি ১৯২৮ সালে ১৪ জুন আর্জেন্টিনার রোসালিওতে জন্মগ্রহন করেন। ১৯৫৩ সালে তিনি গুয়াতেমালায় যান এবং সেখানে সামাজিক সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৫৫ সালের তাঁর সঙ্গে পরিচয় হয় বিপ্লবের আর এক কিংবদন্তি রাউল ক্যাস্ট্রোর। ক্যাস্ট্রোর আমন্ত্রনে চে কিউবা বিপ্লবে জড়িয়ে পড়েন। ১৯৫৯ সালের ১ জানুয়ারি চে’র নেতৃত্বাধীন বাহিনী কিউবার সরকারি বাহিনীকে পরাজিত করে এবং আমেরিকা মহাদেশে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। বৃহত্তর বিপ্লবে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিনি ১৯৬৫ সালে বলিভিয়ায় যান। চে’র জনপ্রিয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় আমেরিকা সরকার আতংকিত হয়ে পরে। ১৯৬৭ সালের ৮ অক্টোবর মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA) সমর্থনপুষ্ট বলিভীয় সেনাবাহিনী চে’কে বন্দি করে। পরদিন ৯ অক্টোবর তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। মেডিকেল ছাত্রাবস্থায় মোটরসাইকেল ও পায়ে হেঁটে চে গাভারা সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি যে বইটি লেখেন তার নাম কি? ক. গেরিলা ওয়ারফেয়ার (Guerrilla Warfare) খ. দ্য মোটরসাইকেল ডায়েরীস্‌ (The Motorcycle Diaries) গ. দ্য হ্যান্ডস অফ চে গাভারা (The Hands of Che Guevara) ঘ. এপিসোড অফ দ্য কিউবান রিভোল্যুশনারী ওয়ার (Episodes of the Cuban Revolutionary War)
Posted on: Sat, 14 Jun 2014 11:30:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015