[Daily Quiz] #81.6 আজ রক সঙ্গীতের - TopicsExpress



          

[Daily Quiz] #81.6 আজ রক সঙ্গীতের কিংবদন্তি জিম মরিসন (Jim Morrison) -এর ৪৩তম মৃত্যুবার্ষিকী। মরিসন রক সঙ্গীতের প্রতীক হিসেবে গণ্য হন। তিনি ১৯৪৩ সালের ৮ ডিসেম্বর আমেরিকার ফ্লোরিডায় জন্মগ্রহন করেন। ১৯৬৫ সালে ইউনিভার্সিটির তিন বন্ধুর সাথে মিলে গড়ে তোলেন রক সঙ্গীতের ইতিহাসের সবচেয়ে আলোচিত ব্যান্ড দল দ্য ডোরস্‌ (The Doors)। মাত্র পাঁচ বছরের সংগীত জীবনে ভিন্ন আঙ্গিকের সব গান এবং অসাধারণ গীতিকবিতা দিয়ে তিনি সংগীত অঙ্গনে অমর হয়ে আছেন। নিজের ভরাট কন্ঠ ও সৃজনশীল সংগীত সৃষ্টির মাধ্যমে তিনি আন্দোলিত করেন বিশ্বের তরুণ সমাজকে। মঞ্চে তাঁর খেয়ালি ও চমকপ্রদ উপস্থাপন ভঙ্গি রক জগতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। তিনটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে তাঁর৷এছাড়াও একটি তথ্যচিত্র, একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও তিনটি মিউজিক ভিডিও নির্মান করেন তিনি। রোলিং স্টোনসের বিচারে তিনি সর্বকালের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী। ১৯৭১ সালের ৩ জুলাই মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের প্যারিসে নিজ অ্যাপার্টমেন্টে রহস্যজনকভাবে মারা যান এই কিংবদন্তি। জিম মরিসনের জীবনের উপর ভিত্তি করে ১৯৯১ সালে হলিউডে নির্মিত ‘The Doors’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? ক. স্টিভেন স্পিলবার্গ (Steven Spielberg) খ. মার্টিন স্কোরসেজ্‌ (Martin Scorsese) গ. ওয়েস এন্ডারসন (Wes Anderson) ঘ. অলিভার স্টোন (Oliver Stone)
Posted on: Thu, 03 Jul 2014 10:45:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015