[Daily Quiz] #82.3 আজ বিখ্যাত লেখক - TopicsExpress



          

[Daily Quiz] #82.3 আজ বিখ্যাত লেখক আর্থার কোনান ডয়েল (Arthur Conan Doyle) –এর ৮৪তম মৃত্যুবার্ষিকী। তিনি তাঁর অমর সৃষ্টি ‘শার্লক হোম্‌স’ –এর জন্য বিখ্যাত। তিনি ১৯৫৯ সালের ২২ মে স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহন করেন। তাঁর জীবন ছিল বহুমাত্রিক এবং রোমাঞ্চপূর্ণ। তিনি একাধারে ছিলেন একজন নামকরা চিকিৎসক, ইতিহাসজ্ঞ, শিকারী, ক্রীড়াবিদ, যুদ্ধ-সাংবাদিক এবং আত্মিকবাদী। ডাক্তারি করার পাশাপাশি একসময় লেখালেখি শুরু করেন তিনি। তিনি অনেক গল্প, কল্প-কাহিনী এবং ইতিহাস-কেন্দ্রিক রোমাঞ্চ কাহিনী লিখলেও ‘শার্লক হোম্‌স’ কেন্দ্রীক গোয়েন্দা কাহিনীগুলো তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তিনি শার্লক হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোটোগল্প লিখেছেন। তাঁর ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ সিরিজের বইগুলোও চরম জনপ্রিয়তা অর্জন করে। তিনি ১৯৩০ সালের ৭ জুলাই ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে মৃত্যুবরন করেন। আর্থার কোনান ডয়েলের ‘দ্য লস্ট ওয়ার্ল্ড’ সিরিজের মূল চরিত্রের নাম কি? ক. প্রফেসার চ্যালেঞ্জার (Professor Challenger) খ. প্রফেসার ক্যালকুলাস (Professor Calculus) গ. ড. হেনরি জ্যাকেল (Dr. Henry Jekyll) ঘ. রবার্ট ল্যাংডোন (Robert Langdon)
Posted on: Mon, 07 Jul 2014 10:30:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015