#Fact-512 হিমু (SSC 09; TGC: 11) তুমি - TopicsExpress



          

#Fact-512 হিমু (SSC 09; TGC: 11) তুমি কেমন আছ, মনে হচ্ছে আমার সাথে কথা না বলে ভালই আছ। খুব ভালবাসছিলাম, কিন্তু আমার ভালবাসা যে তোমার কাছে মূল্যহীন ছিল। সেটা আমি আগে জানতাম না। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমাকে যদি ভাল নাই লাগত তাহলে ফোনে কথা বলার কি প্রয়োজন ছিল, একদিন ভাল করে বুঝিয়ে বল্লে হইত। কিন্তু তুমি আমাকে না বুঝিয়ে আমার সাথে অমায়িক খেলা করছ , যেটা মোটেও তুমি ঠিক করনি।।।।। তারপরও তুমি যেন ভাল থেকোও সে প্রাথর্না করি।।।। ভাল থেকো।।।।
Posted on: Tue, 14 Oct 2014 03:50:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015