#Fact-781 ফোন দেই তোমাকে, - TopicsExpress



          

#Fact-781 ফোন দেই তোমাকে, রিসিভ কর না। ঠিক আছে কিন্তু একটা বিয়াদপ কে দিয়ে ফোন কোরানোর কোন মানে ছিলও না। সভ্যতা কি মা বাপ শেখায়নি। আমি কি তোমার সাথে পেম করার কথা বলতে চায়ছিলাম । তোমার মানুষিকতা এতো নিচু মানের কেন। তোমার ঠিক হবার আর সময় নাই, তুমি নিচু মনের মানুষ থেকে গেলা । জীবনে শুক পাবে না, ঠিক তোমার বাবার মতই হইছ তুমি। তোমার মা অনেক ভালো মানুষ, যদিও আমাকে ভালো মনে করে না। মানুষের ব্যবহারটা এক প্রকারের শিল্প যা তোমার পুরো পরিবারের মধ্যে নাই। এগুলো আমার কথা, ঠিক নাও হইতে পারে কিন্তু নিজের মাথাটা খাঁটিয়ে একটু চিন্তা করে দেখও, কাহিনি সত্য। তোমার মধ্যে কি এমন আছে যে আমি তোমার পিছনে আজও ছুটবো। না আছে তোমার ভালো একটা ভবিষ্যৎ না আছে ভালো একটা অতীত । তোমার কিছুই নাই। না আছে তোমার অক্রিত্তিম রুপ। তুমি একটা মানুষ, এটাই তোমার মূল পরিচয়। আমি একটা মানুষ, এটা আমার পরিচয় । কেও মায়ের পেট থেকে MR. Perfect হয়ে দুনিয়াতে আসে না। Steve Jobs থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর ড. আতিউর রহমান, এদের সকলের পারিবারিক back ground শূন্য। তোমার মা বাবার মনোভাব পরিবর্তন করতে বল । তা যদি না হয় তাহলে এমন একটা বস্তু পাবে যা বাইরে থেকে দেকতে অনেক সুন্দর কিন্তু ভিতরে কিছুই নেই । আবারো মূল কথায় ফিরে আসা যাক , ভালো মানুষ হও। মানুষ কে মানুষ মনে করো ।
Posted on: Wed, 24 Dec 2014 04:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015