#GAZA #PALESTINE #STOPMASSACRE Take a look at the debate of - TopicsExpress



          

#GAZA #PALESTINE #STOPMASSACRE Take a look at the debate of current Israeli genocide in Occupied Gaza. Some people never learns from history and eventually they pay their price. ১। ডিবেট দেখে মজা লাগলো একটা ব্যাপারে , সব জায়গায় শয়তানের অজুহাতের অভাব হয় না ! তিনজন ইসরাইলী ছেলে হত্যা করা হয়েছে যেটা নিয়ে এই নতুন করে হামলা। ২। ইসরাইলীরা ধারনা করেছে , এটা হামাসের কাজ । তারাই এইকারনে যুদ্ধ প্রস্তুতি নিয়েছে । যদিও তাদের কাছে কোন প্রমান নেই , কোন ধরনের প্রমান দেখানোর প্রয়োজন মনে করেনি তারা । ৩। মূলত যেই কারনে এই আক্রমনটা করা সেটা হলো হামাস ইউ এন আর ইইইউ এর দেয়া শর্ত গুলো মেনে নিয়েছে । এখন ইসরায়লীরা ৭০ বছর ধরে ১০০ভাগ এর ফিলিস্তিনের ৯৫ ভাগ দখল করেছে । যদি হামাসের সাথে বসতে হয় তাহলে তাদের উপর জবরদখলে রাশ আলগা হবার সম্ভবনা আছে । এই ইসরায়েল যা সব সময় করে তাই করেছে , কোন একছুতোয় আক্রমন করে বসেছে । ৪। গাজা হলো একটা প্রিজন ক্যাম্পের মতো । যেখানে এয়ারস্পেস নিয়ন্ত্রন করে ইসরায়েল , পানিপথ নিয়ন্ত্রন করে ইসরায়েল । এই প্রিজন ক্যাম্পের গার্ড হলো ইসরায়েল। ৫। যে ইসরায়েলের পক্ষে বলছিলো সে বলছিলো, পৃথিবীর কোন দেশ তার নিজের তিনজন নাগরিক হত্যা মেনে নিবে না ! আমি বল্লাম জনাব আপনি বাংলাদেশে আসেন , আওয়ামী লীগ বলেছে , সীমান্ত হত্যাকান্ড হওয়া স্বাভাবিক ব্যাপার। আমরাতো ইন্ডিয়া দ্বারা অকুপাইড না __ তারপরো আমাদের এতো করুন অবস্থা!! ৬। এরপর আসলো সো কল্ড যুদ্ধে সব সময় যা হয় তাই হয়েছে , ইসরায়েলের ১জন মারা যায়নি , এমনকি আহতোও হয়নি। বিপক্ষে ৮৫জন মারা গেছে যার মধ্যে ৭০জনের বেশী সিভিলিয়ান। ৭। ইসরায়েলী ব্যক্তির যুক্তি হলো , হামাস হিউম্যান শিল্ড ব্যবহার করে সুতরাং সিভিলিয়ান মারা স্বাভাবিক ব্যাপার । আর বেশী দেখার ইচ্ছা নাই , তবে খুব ভালো লাগলো যে জানোয়ার দেশে দেশে একই রকম পলিটিক্স করে মানুষকে বোকা বানিয়ে টিকে আছে । এবং তাদের সাফাই গাওয়ার লোকেরও অভাব নেই। _______________________________________________________ যার ফেবু এক্টিভিজম করেন তাদের উচিত টুইটারে যাওয়া আর হ্যাশট্যাগ ব্যবহার শিখা । ফেসবুকের প্রথম কয়েকলাইন ইংলিশে লিখেন । হ্যাশট্যাগ দেন । পপুলার হ্যাশট্যাগ ব্যবহার করলে মানুষ বেশি জানতে পারে । ফেসবুকের ফেসবুকও হলো আর টুইটারের দিয়ে অনেক মানুষকে সচেতনও করতে পারলেন ।
Posted on: Sat, 12 Jul 2014 04:26:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015