[Mega Quiz] # 3.7 আজ ১ নভেম্বর। - TopicsExpress



          

[Mega Quiz] # 3.7 আজ ১ নভেম্বর। ১৬০৪ সালের এই দিন লন্ডনের হোয়াইটহল প্যালেস (Whitehall Palace) উইলিয়াম শেক্সপিয়ার (William Shakespeare) -এর ভুবনখ্যাত ট্রাজেডি ওথেলো (Othello) প্রথমবারের মত মঞ্চায়িত হয়। ধারনা করা হয় এই ট্রাজেডিটি শেক্সপিয়ার ১৬০৩ সালে লিখেছিলেন। এটি একটি ইতালিয়ান ছোট গল্প উন ক্যাপিতানো মোরো (Un Capitano Moro) -এর ছায়া অবলম্বনে রচিত। ট্রাজেডিটি প্রধানত চারটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে প্রধান চরিত্রটি হল ওথেলো, যে কিনা ভেনিসিয়ান সেনাবাহিনীর একজন মুরিশ (Moorish) জেনারেল। মুরিশ বা মুর হলো মধ্যযুগের মরোক্কোর মুসলিম অধিবাসী। ওথেলো ছাড়া আছে তার স্ত্রী ডেসডেমনা (Desdemona), ল্যেফটেন্যান্ট ক্যাসিও (Cassio) ও তার বিশ্বস্ত সহচর আইগো (Iago)। বর্ণবাদ, ঈর্ষা ও ভালবাসার অভিনব সংমিশ্রন এবং সব সময়ে এর প্রাসঙ্গিকতার জন্য এই ট্রাজেডিটি আজও থিয়েটার, নাটক এবং অপেরাতে বেশ জনপ্রিয়। ঠিক ৭ বছর পর ১৬১১ সালের এই দিনেই শেক্সপিয়ারের কোন বিখ্যাত নাটকটি প্রথমবারের মতো মঞ্চায়িত হয়? ক. হ্যামলেট (Hamlet) খ. ম্যাকবেথ (Macbeth) গ. দ্য টেমপেস্ট (The Tempest) ঘ. রোমিও অ্যান্ড জুলিয়েট (Romeo and Juliet)
Posted on: Sat, 01 Nov 2014 12:20:08 +0000

Trending Topics



margin-left:0px; min-height:30px;"> Just in case you are wondering after my 2 last postings, I was
Prepare yourself. David slew Goliath with a stone. We are all

Recently Viewed Topics




© 2015