#Mega_Post ১. বাংলাদেশের - TopicsExpress



          

#Mega_Post ১. বাংলাদেশের সর্বোচ্চ সৃঙ্গের নাম কী? উত্তর- তাজিওডং ২. পৃথিবীর অন্যতম বৃহত্ত বদ্বীপের নাম কী? উত্তর - বাংলাদেশ ৩. তামার বিষ বাগধারাটির অর্থ ? উত্তর - অর্থের কু প্রভাব ৪. অনিলাদেবী কার ছন্দনাম? উত্তর - শরৎচন্দ্র ৫. ধূমকেতু কী? উত্তর : জ্যোতিষ্ক ৬. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়? উত্তর - শুক্র ৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ? উত্তর - শব্দ ৮. নারী জাগরনের অগ্রদূতকে? উত্তর - বেগম রোকেয়া ৯. বাংলাদেশের একমাএ পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর - মহেশখালী ১০. অলম্পিকের প্রতীকে কতটি বৃও আছে? উত্তর - 5 টি ১১. একটি পরমানুতে কনিকার সংখ্যা কত? উত্তর - ৫টি ১২. বাংলা সনেট কত পংকত্তি ও লাইনে সীমাবদ্ধ? উত্তর - ১৪ ১৩. The Adjective of the word. mountain is - ? Answer - mountainous. ১৪. সনেট কবিতার প্রবর্তক কে? উত্তর - মধুসূদন দত্ত ১৫. দেহে কত মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে? উত্তর - ৫মিনিট ১৬. রুশ বিপ্লব হয়? উত্তর - ১৯১৭ ১৭. সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর - বুধ ১৮. তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দেব কথাটি কার? উত্তর - নেপোলিয়ন ১৯. বাংলা শিক্ষামুলকক কার্টুন সিরিজ মিনা কার তৈরী? উত্তর - মোস্তফা মনোয়ার ২০. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? উত্তর - আমাজন ২১. SIM stands for -----? Answer: Subscriber Identity Module ২২. শান্ত সমুদ্র কোথায় অবস্থিত? উত্তর - চাদে ২৩.এলিয়েনদের আদিবাস কোথায় বলে ধারনা করা হয়? উত্তর - শনি গ্রহের চাদ টিটানে ২৪. ফ্রান্সের আইনসভার নাম কী? উত্তর - চেম্বার ২৫. Either you or your brother _______ with us tomorrow. Answer - meets #উপকৃত হলে ধন্যবাদ জানাবেন ।
Posted on: Sat, 02 Aug 2014 19:01:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015