*** OGS Display কী এবং এর বিশেষত্ব - TopicsExpress



          

*** OGS Display কী এবং এর বিশেষত্ব *** Courtesy : droidgo.info OGS এর পূর্নরূপ হল One Glass Solution. কিছু কিছু সময় একে Direct Pattern Window (DPW) অথবা Sensor on Lens (SOL) ও বলা হয়ে থাকে। আসলে এটি একটি Smartware Display টেকনোলোজির নাম। সাধারণত মোবাইল অথবা Tablet সমূহের ডিসপ্লেতে গ্লাসের তিনটি স্তর থাকে। মাঝের অপ্রয়োজনীয় স্তর অপসারণ করে বাকী দুই স্তরকে আরও স্লিম করে একত্রে প্রেস করে একটি মাত্র গ্লাসের স্তর তৈরি করাকেই বলা হয় OGS Technology. OGS Display সমূহ অপেক্ষাকৃত পাতলা, ভিভিড ও প্রানবন্ত হয়। টাচপ্যানেল খুব নিকটে থাকায় মনে হয়, যেন আপনি সরাসরি ডিসপ্লেতে টাচ করছেন। এছাড়াও এর মাধ্যমে কৌণিক সমস্যাও এড়ানো যায়, যার ফলে সকল এংগেল থেকেই একই রকম দেখা যায়। পাশাপাশি OGS Display ওজনে হালকা হওয়ায় ফোনের ওজন অনেকাংশেই কম রাখা যায়। শুধু যে ব্যবহারকারীরাই এর মাধ্যমে উপকৃত হচ্ছে তা না, OGS Display তৈরি করতে স্মার্টফোন কোম্পানিদের অনেক কম খরচ হয়। এতে করে উভয় পক্ষই লাভবান হচ্ছে। OGS Technology ভবিষ্যতে Frameless স্মার্টফোন তৈরির সম্ভাবনা সৃষ্টি করেছে। অদূর ভবিষ্যতে স্মার্টফোন বলতে হয়তো শুধুমাত্র একটুকরো কাঁচকেই বুঝাবে !!! #Android_Community
Posted on: Wed, 21 Aug 2013 07:15:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015