# Post Graduation এর Subject নির্বাচন Post - TopicsExpress



          

# Post Graduation এর Subject নির্বাচন Post Graduation এর Subject নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়। সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় অথবা সিদ্ধান্ত নিতে দেরি করার কারনে অনেক ডাক্তারই Post Graduation করার পরও সফল হতে পারেন না , পরবর্তী সময়ে শুধু অনুসূচনায় ভোগেন। এজন্য Post Graduation এর Subject নির্বাচন এর ক্ষেত্রে সাবধানী ও চিন্তাশীল হতে হবে। Post Graduation এর Subject নির্বাচন এর ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ ঃ ১) যে Subject c করবেন সেই subject এর প্রতি ভালোবাসা, একনিষ্ঠতা ও শ্রদ্ধা থাকতে হবে। ২) সবাই সব subject এর জন্য উপযুক্ত নয়, যে subject নির্বাচন করেছেন সেই Subject এর জন্য আপনি উপযুক্ত কিনা তা ভালোমত ভেবে নিবেন। ৩) যে Subject নির্বাচন করেছেন সেটা কতটা চাহিদাপূর্ণ তা ভেবে দেখবেন। ৪)আপনি যে Subject নির্বাচন করেছেন সেটা আপনার পরিবার কিভাবে দেখে সেটাও একটা ভেবে দেখার মত বিষয়। সব শেষে শুধু একটা কথাই বলতে চাই নিজের পছন্দকে ভলোমত জানুন এবং নিজের মনের কথা শুনুন। Senior কোন ডাক্তরের সফলতা অথবা বিফলা দেখে Subject নির্বাচন করে ভুল সিদ্ধান্ত নিয়েন না। আশা করি চিকিৎসক হিসেবে সফল হবেন। সকলের মঙ্গল কামনা করি। Dr. Maroof Mahmood HMO (Anaesthesiology) DMCH
Posted on: Wed, 18 Sep 2013 07:35:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015