※Preposition মুখস্থ হয় খুব - TopicsExpress



          

※Preposition মুখস্থ হয় খুব তাড়াতাড়ি কিন্তু ভুলতেও খুব বেশি একটা সময় লাগে না। অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিলো কি ভাবে চিরদিনের জন্য মাথায় স্থায়ী রাখা যায় এই Preposition কে। তৈরী করলাম গল্প আকারে এক টেকনিক। তাহলে কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। ওহ! গল্পের নায়ক→কিন্তু ইনসান মোল্লা। »গল্পটি≈↓ ※ইনসান মোল্লা বাস করে PSC এর করিডোরে। তাঁর বিশ্বাস সজ্জিত হয় BCS নিয়ে। সমস্যা R ব্যর্থতার ঘাটতি পূরণ করে অভিজ্ঞতা R দক্ষতা দিয়ে। অবহেলাকারী BCS তাঁকে সম্ভাবনার হাতছানি দেয় এগিয়ে যাওয়ার জন্য। গর্ব করা,কথার মাঝে কথা বলা...... সে প্রশ্রয় দেয় না। সে প্রচুর পড়াশুনায় নিমগ্ন থাকে। »গল্পের ব্যাখা≈↓ Dwell = বাস করা, Faith = বিশ্বাস, Dressed = সজ্জিত হওয়া, Difficulty = সমস্যা, Fail = ব্যর্থ, Wanting = ঘাটতি, Experience = অভিজ্ঞতা, Proficiency = দক্ষতা, Negligent = অবহেলা কারী, Stake = সম্ভাবনা, Walk = এগিয়ে যাওয়া, Pride = গর্ব, Break = কথার মাঝে কথা বলা, Indulge = প্রশ্রয় দেয়া, Abound = প্রচুর, Absorbed = নিমগ্ন, Consist = থাকা। »বিশ্লেষণঃ ইনসান মানে in Preposition. উপরের প্রত্যেকটি শব্দের পর in Preposition হবে। (collected)
Posted on: Mon, 22 Sep 2014 16:08:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015