♠• Royal Rumble •♠ WWE এর আসন্ন - TopicsExpress



          

♠• Royal Rumble •♠ WWE এর আসন্ন পিপিভি রোয়্যাল রোম্বল অনুষ্ঠিত হবে আগামী বছর জানুয়ারি মাসের ২৬ তারিখ। এটি খুবই জনপ্রিয় একটি পিপিভি। রোয়্যাল রোম্বলে প্রতি বছরই রেসলাররা বিভিন্ন রেকর্ড গড়েন। আমি নতুন একটি সিরিজ শুরু করলাম যেখানে এই পিপিভি সম্বন্ধে বিভিন্ন তথ্য, রেকর্ড তুলে ধরা হবে। আজকে থাকছে প্রথম পর্ব। # Part1 ● Shawn Michaels এর সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ড আছে। তিনি তার ক্যারিয়ারে সবমিলিয়ে ৪০ জন রেসলারকে এলিমিনেট করেছেন। ● রোয়্যাল রোম্বলে এক ম্যাচে ১১ জনকে এলিমিনেট করে Kane এর রেকর্ড ছিলো সিঙ্গেল ম্যাচে সবচেয়ে বেশি এলিমিনেট করার। কিন্তু বর্তমানে এই রেকর্ডের Roman Reigns এর হাতে। সে এই বছরের RR এ ১২ জন রেসলারকে এলিমিনেট করে। ● RR এ ৬২ মিনিট ১২ সেকেন্ড অতিবাহিত করে Rey Mysterio সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকার রেকর্ড করে। ● ১৯৯৭, ১৯৯৮ সালে পরপর দুইবার এবং ২০০১ সালে মোট ৩ বার RR জিতে Steve Austin সবচেয়ে বেশিবার RR জেতার রেকর্ড করেন। ● Hulk Hogan ১৯৯০ ও ১৯৯১ সালে সর্বপ্রথম পরপর দুবার RR জেতার রেকর্ড করেন। ● এই ম্যাচে সাধারণত ৩০ জন রেসলার পার্টিসিপেট করেন। কিন্তু ১৯৮৮ সর্বপ্রথম RR ম্যাচে ২০ জন রেসলার অংশগ্রহণ করেন। সর্বপ্রথম RR বিজয়ী হচ্ছেন Hacksaw Jim Duggan..। ● ২০১১ সালে Santino কে এলিমিনেট করে সবচেয়ে বড় RR ম্যাচ জিতেন Alberto Del Rio..। এই ম্যাচে ৪০ জন রেসলার অংশগ্রহণ করেছিলেন। ● RR ম্যাচে সবচেয়ে বেশিবার অন্য রেসলারকে এলিমিনেট করতে না পারার রেকর্ড বহন করছে Tensai। ● Chyna হচ্ছে প্রথম মহিলা রেসলার যে (১৯৯৯ ও ২০০০ সালে) প্রথম RR ম্যাচে অংশগ্রহণ করেছে। Beth Phoenix ২০১০ সালে এবং Kharma ২০১২ সালে এই ম্যাচে অংশ নিয়েছে। Mark Henry এবং Chris Jericho কে Chyna, Khali কে Beth এবং Hunico কে Kharma এলিমিনেট করেছে। ● সবচেয়ে বেশিবার RR এর পোস্টারে থাকার রেকর্ড হচ্ছে Undertaker এর। কিন্তু মজার কথা হলো তিনি কখনোই একা কোনো পোস্টারে ছিলেন না। তার সাথে অন্য রেসলারদের ছবিও সেখানে ছিল। অর্থাৎ RR এর পোস্টারে অন্য রেসলারদের সাথে বেশিবার দ্যা ডেডম্যানেরই উপিস্থিতি ছিলো। ● Tito Santana হচ্ছেন প্রথম রেসলার যিনি রেইনিং চ্যাম্পিয়ন থাকা অবস্থায় RR এ অংশগ্রহণ করেন। তিনি তখন Rick Martel এর সাথে ট্যাগ টীম চ্যাম্পিয়ন ছিলেন। আবার তিনি হচ্ছেন ২য় রেসলার যিনি ১৯৮৮ সালের প্রথম RR এ এন্ট্রি করেছিলেন। অন্যদিকে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে ডাবল টীম এফোর্ট অর্থাৎ দুইজন রেসলার একসাথে মিলে এলিমিনেট করেন। The Hart Foundation টীমের মেম্বাররা (দুইজন) তাকে এলিমিনেট করেছিলেন। - এখানে RR দ্বারা Royal Rumble বোঝানো হয়েছে। ১ম পার্ট আপনাদের কেমন লাগলো জানাতে ভূলবেন না।
Posted on: Mon, 22 Dec 2014 03:56:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015