¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ - TopicsExpress



          

¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #Episode5: Team Cena (Dolph Ziggler, Big Show, Erick Rowan, Ryback and John Cena) vs. Team Authority (Kane, Mark Henry, Rusev, Luke Harper and Seth Rollins) (with Lana, Stephanie McMahon and Triple H): Traditional Survivor Series Elimination Tag Team Match; if Team Cena wins, the Authority will be removed from power; if Team Authority wins, all of Team Cena, except Cena, will be fired: দ্বিতীয় গুরুত্বপূর্ণ পিপিভি এর ২৮তম বর্ষপূর্তির মেইন ইভেন্টে যেমন নাটকীয়তা, জল্পনা কল্পনা, আনপ্রেডিক্টেবিলিটি, সবমিলিয়ে যে উত্তেজনা দরকার সেটি তৈরি করতে পেরেছে বলে WWE Creatives কে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। আমি এ ম্যাচে রাইব্যাক, রোওয়ান আর হার্পার থেকে অনেক ভালো কিছু আশা করছি। আমার মনে হয় ম্যাচের আগে টিম সিনার কোনো একজন প্লেয়ারকে, সম্ভবত যিগলারকে টিম অথোরিটি আহত করে দিবে। ফলে টিম সিনা ৪ জন নিয়েই মেইন ইভেন্টে পা রাখবে আর তখনই… I HEAR VOICES IN MY HEAD, THEY COUNCIL ME, THEY UNDERSTAND, THEY TALK TO ME...!!! এটা কিন্তু The Viper এর হোম টাউন! অথবা বিগ শো হিল টার্ন করে ম্যাচ ছেড়ে চলে যাবে আর তখনই Randy Orton রিটার্ন করবেন। আপাতঃদৃষ্টিতে মনে হতে পারে যে এতো বড় ৪টা সুপারস্টারকে ফায়ার করা হবে না, তাই টিম সিনার হারের কোনো চান্সই নেই। কিন্তু ভাবুন, যেই অথোরিটিকে ঘিরে গত দেড় বছর ধরে স্টোরিলাইন, তা না থাকলে WrestleMania প্ল্যানিংয়ের কী হবে? আমি যেটা দেখতে চাই তা হল, Orton রিটার্ন করে রলিন্সকে তাড়িয়ে লকার রুমের দিকে ধাওয়া করবেন। ফলে রলিন্স এলিমিনেট না হলেও টিম অথোরিটির মেম্বার একজন কমে গেল। শেষ পর্যন্ত একদিকে থাকবেন সিনা অপরদিকে হার্পার ও অন্য আরেকজন বা ২ জন। Super Cena কে তাদেরকে বীরত্বের সাথে এলিমিনেট করলেন। প্রচন্ড আহত সিনা ও সমস্ত এরিনার সবাই ভাবলেন সিনা এবারও সব বাঁধা জয় করে ফেলছেন তখনই ৫ম মেম্বার হিসেবে বেজে উঠবে The Reigning, Defending WWE Champion of the World...BRROCKK LLLESNARR এর মিউজিক। সিনা বীরত্বের সাথে তার মোকাবেলা করে জয়ের দ্বারপ্রান্তে এসে গেলে রেফারি আহত হওয়ার সুযোগ নিয়ে ত্রিপল এইচের ইন্টারফেয়ারেন্স, আর একখানা F5! খেলা শেষ! The Authority always has a PLAN B!!! কিন্তু Lesnar এর রিটার্ন করার সম্ভাবনাও খুব কম। সিনা একাই ২-৩ জনকে এলিমিনেট করার পর ত্রিপল এইচের ইন্টারফেয়ারেন্সের সুযোগ নিয়ে রলিন্সের Curb Stomp মারাই খেলা শেষ করবে। টিম সিনার জয়ের একটাই মাত্র পথ আছে, Orton এর রিটার্ন আর সোল সার্ভাইভর হওয়া। রুসেভকে মনে হয় ডিসকোয়ালিফিকেশনে বা কাউন্ট আউটে এলিমিনেট করা হবে তার স্ট্রিক ধরে রাখতে। ভাবছেন টিম সিনা হেরে গেলে কী হবে? পরের Raw তে ৪ জনকে হয়তো কেফেইব ফায়ার করা হবে। সিনার উপর অত্যাচার করা হবে। কিন্তু WWE Chairman Mr. McMahon এসে ফায়ার হওয়া ৪ জনকে রিহায়ার করবেন। অথবা ত্রিপল এইচ যখন ফায়ার করবেন ঠিক তখনই তিনি রিটার্ন করে অথোরিটির সব প্ল্যান গোলমাল করে দিবেন। জামাই-শ্বশুরের দ্বন্দ থেকে WrestleMania XXXI তে হবে Triple H vs. Mr. McMahons Representative, খুব সম্ভবত The Rock বা তা সম্ভব না হলে Ryback। টিম সিনা জয়লাভ করলে ত্রিপল এইচ ও স্টেফানিকে অফ স্ক্রীনে চলে যেতে হবে। এমনিতেই Daniel Bryan, Roman Reigns সহ বড় বড় সুপারস্টাররা সব ইঞ্জুরিতে, তাই এতো বড় দুটি চরিত্রের অফ স্ক্রীনে যাওয়াটা কোনো দিক থেকেই উচিত হবে না। অন্যদিকে টিম সিনা হারলেও টিম সিনা মেম্বারদের আসলে ফায়ার করা হবে না, তার উপর আমরা পাবো The Brahma Bull vs. The Game! #Winner: Team Authority via pinfall (Finished) একমত? একমত না হলে আপনার প্রেডিকশন কী? আর পোস্টটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যারা #Episode4 মিস করেছেন তাদের জন্যে লিংক কমেন্টে। #RKO
Posted on: Sun, 23 Nov 2014 14:47:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015