► ► ► ► The hunt for Red October◄◄◄◄ . . Jack - TopicsExpress



          

► ► ► ► The hunt for Red October◄◄◄◄ . . Jack Ryan সিরিজ এর প্রথম মুভি হচ্ছে এটা।আমেরিকান লেখক Tom Clancy এর উপন্যাস অবলম্বনে এই মুভি সিরিজ নির্মিত।আর সেই উপন্যাস এর নায়ক এই জ্যাক রায়ান।মোট ৫ টা মুভি আছে এই সিরিজ এর।ইচ্ছা আছে এই ৫ টা মুভি নিয়ে ধারাবাহিক ভাবে কিছু লেখার।সেই ইচ্ছা থেকে আজ এই রিভিউ...... . ✪✪✪কে এই জ্যাক রায়ান✪✪✪ . মুভির রিভিউ শুরু করার আগে এই মুভির নায়ক সম্পর্কে কিছু জিনিস জেনে নেই আগে। জ্যাক রায়ান এর জন্ম ১৯৫০ সালে বালটিমোর এ,সেখানেই তার বেড়ে উঠা।তারপর বোস্টন কলেজ এ মেরিন এ পড়ালেখা শেষ করেন তিনি।হেলিকপ্টার দুর্ঘটনার পর তিনি মেরিন থেকে অবসর নেন।এর কিছুদিন পর তিনি ইউ এস নেভাল একাডেমী তে যোগদান করেন।এর কিছুদিন পর তিনি সি আই এ তে যোগ দেন।তিনি ক্যারোলিন কেথি মুলার নামের এক মেডিক্যাল ছাত্রী কে বিয়ে করেন এবং বর্তমানে তাদের ঘরে ৪ টা বাচ্ছা কাচ্ছা আছে। এই মুভিতে জ্যাক রায়ান চরিত্রে অভিনয় করেন Alec Baldwin,কিন্তু পরের মুভিগুলোতে এই চরিত্রে অভিনয় করেন Harrison Ford, Ben Affleck এবং Chris Pine. . . ✪✪✪মুভির কাহিনী✪✪✪ . . Red October নাম শুনে মাথার মধ্যে অনেক কিছুই আসতে পারে,আশা করি এই জিনিসটা আসলে কি,এই নিয়ে আপনারা যা ধারনা করবেন,তার কোনটাই ঠিক মিলবে না।এই নামটি একটি সাবমেরিন এর।রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এক সাবমেরিন এই রেড অক্টোবর।সাবমেরিন টি খবরে আসে তখন যখন এটির ক্যাপ্টেন এটাকে কোর্স বদলে আমেরিকার দিকে নিয়ে যাওয়া শুরু করে। যেহেতু সাবমেরিন টি তে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত ছিল,তাই অনেকের মাথায় অনেক কিছু আসতে ছিল,কেও বলে ক্যাপ্টেন আমেরিকা আক্রমণ করে বসবে,আবার কেও বলতেছে সেই ক্যাপ্টেন দেশ ত্যাগ করে আমেরিকার কাছে চলে যাবে।তাদের এই ভয়ের কারণ ছিল সাবমেরিনটা বলতে গেলে কোন শব্দ ই করে না এবং এর ফলে রাডার এ এর অস্তিত্ব কোন ভাবেই বুঝা যায় না। . কোন ব্যাপারটা আসলে ঠিক,এটা খতিয়ে দেখার জন্য ডাক পড়ে ডক্টর জ্যাক রায়ান এর।সব কিছু বিবেচনা করে সে একটা প্রস্তাব করে,কিন্তু কেও তার এই প্রস্তাবে সাড়া দেয় না।ওদিকে এক আমেরিকান সাবমেরিন রেড অক্টোবর এর খোঁজ পেয়েছিল,কিন্তু আবার পরে হারিয়ে ফেলে তাকে।তবে শেষ পর্যন্ত আবার সেটার খোঁজ পায় তারা।ওদিকে জ্যাক রায়ান এর সামনে একটা পথ খালি,সেটা হচ্ছে তাকে মাঠে নেমে তার কথার যথার্থতা প্রমাণ করতে হবে। . জ্যাক রায়ান এর জায়গা হয় সেই আমেরিকান সাবমেরিন এর মধ্যে।কিন্তু এমন সময় নতুন এক বিপদ দেখা দেয়।আরেক রাশিয়ান সাবমেরিন রেড অক্টোবর কে ধ্বংস করতে মাঠে নামে।তাদের সামনে আমেরিকান সাবমেরিন টাও পড়ে যায়,অগত্যা তারা মিসাইল ছুড়ে মারে তাদের দিকে......এখন কি করবে জ্যাক রায়ান আর তার ক্রুরা?জীবন বাঁচাবে নাকি রেড অক্টোবর কে খুঁজে বের করবে? . ✪✪✪মুভিটার সফলতা✪✪✪ . ১৯৯০ সালের এপ্রিল এ মুক্তি পাওয়ার পর মুভিটা চরম ভাবে সাড়া ফেলে দেয়।৩০ মিলিয়ন বাজেট এর মুভি সেই সময়ে আয় করে ২০০ মিলিয়ন ডলার এর অধিক।ক্রিটিক রাও সাধর আমন্ত্রণ জানায় এই মুভিটাকে।১৯৯১ সালের জুনে অনুষ্ঠিত একাডেমী এ্যাওয়ার্ড এ বেস্ট সাউনড এডিটিং ক্যাটাগরিতে অস্কার যেতে এই মুভিটি।মুভিটি ১৯৯০ সালের সেরা আয়কৃত মুভিগুলোর মধ্যে শীর্ষে ছিল। . . ╚►Movie name:The hunt for Red October ╚►Release date:20 April 1990 (UK) ╚►IMDB rating:7.6 ╚►Genre: #Action #Adventure #Thriller ╚►Cast:Sean Connery, Alec Baldwin, Scott Glenn ╚►Director:John McTiernan . ✪✪✪Download link✪✪✪ . ╚►https://kickass.so/the-hunt-for-red-october-1990-720p-brrip-mkv-750mb-yify-t5369486.html ╚►https://kickass.so/the-hunt-for-red-october-1990-1080p-brrip-x264-yify-t10030356.html ╚►https://kickass.so/the-hunt-for-red-october-1990-1080p-bluray-x264-anoxmous-t7292351.html ╚►https://kickass.so/the-hunt-for-red-october-1990-720p-brrip-x264-x0r-t9672816.html
Posted on: Tue, 20 Jan 2015 20:43:36 +0000

Trending Topics




© 2015