☆☆☆ Undertaker সম্পর্কিত কিছু - TopicsExpress



          

☆☆☆ Undertaker সম্পর্কিত কিছু অজানা তথ্য ☆☆☆ ১। Undertaker এর প্রথম দিকের Ring-Name ছিল Kane The Undertaker. জ্বি আপনি ঠিকই পড়ছেন Kane The Undertaker!!! কিন্তু Announcer এর এতো বড় নাম উচ্চারণ করতে সমস্যা হয় বলে পরে Kane টি কেটে শুধুমাত্র The Undertaker রাখা হয়। ২। Undertaker-কে কত জনের সাথেই না Feud করতে হল ঠিক না? Triple H, Stone Cold Steve Austin, Rock, Hulk Hogan, Randy Orton, John Cena, Brock Lesnar, Edge প্রমুখ। মজার জিনিস হলো The Undertaker-কে একবার খোদ নিজের সাথেও Feud করতে হয়েছিল। চমকালেন? আচ্ছা বলছি... কোমর ও পিঠে ইঞ্জুরীর কারণে তাকে কিছুদিনের জন্য বিশ্রামে রাখা হয়। তখন Million Dollar Man Ted Dibiase Wrestlemania X-এর পর একজন Fake Undertaker (Brian Lee) কে ধরে নিয়ে আসে। পরে তার সাথে একটি Feud-ও জড়ান তিনি এবং Summerslam এ তাদের মধ্যে একটি Match হয়। ৩| Undertaker একজন ভাল Athlete-ই ছিলেন না শুধু। তিনি একজন ভাল Basketball Player ও ছিলেন। অবশ্য তার Height এখানে একটি বড় Factor (প্রায় ৭ ফিট) ৪| Undertaker scripted brawl এ Involve হলেও ব্যাক্তিগত ভাবে সে Real Life Brawl পছন্দ করেন। আর এর জন্যই সে নিয়মিত Boxing, Mixed Martial Arts (MMA), UFC ইত্যাদি Follow করেন। এমনকি সে বেশ কিছু Boxing ম্যাচে USA পতাকা বহন করেন সেই সাথে Mike Tyson vs Lennox Lewis (২০০২) এর ম্যাচেও উপস্থিত ছিলেন । ৫| সে ব্যাক্তিগত ভাবে UFC Superstar ও বর্তমান WWE World Champion Brock Lesnar এর এর অনেক বড় একজন ভক্ত ৬| Undertaker তাঁর অধিকাংশ Wrestlemania Match-এ Clean Victory অর্থাৎ Pinfall/Submission এর সাহায্যে জয়ী লাভ করেন। একমাত্র Wrestlemania IX এ Disqualification এর সাহায্যে জয়ী লাভ করেন। এখানে The Undertaker কে Giant Gonzalez ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার চেষ্টা করায় Gonzalez কে Disqualify করা হয়। যদিও Undertaker তার সেই চিরচেনা Gimmick দিয়ে নিজের জ্ঞান ফেরত আনায় এবং Giant কে রাম ধোলাই দিয়ে রিং এর বাইরে বিদায় করেন। ৭| এই তথ্যটি আমি যদিও কোন বিশ্বস্ত ওয়েবসাইট থেকে পাইনি, তারপর ও এটি উল্লেখ না করে আর পারলাম না। Suburban Commando নামে একটি মুভি তে The Undertaker ছোট একটি চরিত্রে অভিনয় করেন। যেখানে নাম ভুমিকা(মূখ্য অভিনয়ে) ছিলেন Hulk Hogan. শুটিং চলাকালীন সময়ে তিনি (Hogan) জানতে পারেন Undertaker Personal Life-এ একজন প্রফেশনাল রেসলার। সেখানে নাকি Hogan, Undertaker এর Acting Skill ও Dedication দেখে সে Vince McMahon-কে Suggest করেন তাকে WWE (অতীতের WWF) এ সাইন করাতে। :D #rip
Posted on: Fri, 16 Jan 2015 09:09:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015