#Wait.... ২০৫৩ সালে পৃথিবীর - TopicsExpress



          

#Wait.... ২০৫৩ সালে পৃথিবীর সম্ভাব্য সুপার পাওয়ারদের কাল্পনিক উত্থান নিয়ে মিখাইল ইয়ুর্যেভ নামক একজন রাশিয়ান লেখক ২০০৬ সালে The Third Empire নামক একটি উপন্যাস লিখেন। এই উপন্যাসে তিনি সম্ভাব্য ৫টি সুপার পাওয়ারের দ্বন্দ্বের বিষয়টি উপস্থাপন করেন। এগুলো হচ্ছে, ১. উত্তর এবং দক্ষিণ আমিরিকা নিয়ে একটি আমিরিকান ফেডারেশন। ২. বর্তমান ইন্ডিয়া এবং বার্মা নিয়ে একটি ইন্ডিয়ান ফেডারেশন (তার প্রস্তাবিত মানচিত্রে বাংলাদেশ অদৃশ্য, কোন অস্তিত্বই নেই, বিজয়ের মাসে সস্তা আবেগে যারা লাফালাফি করে, তাদের জন্য চিন্তার খোরাক আছে, যে, তাদের এইসকল সস্তা আবেগ বিশ্ব নেতৃত্ব গ্রহণে উন্মুখ জাতিসমূহের কাছে আদৌ দুই পয়সার পাত্তা পায় কিনা, এটা হচ্ছে এমন এক জাতি যারা সর্ববৃহৎ সেলফি তুলতে পেরে এবং তা Khaleej Times এ প্রকাশিত হলে উল্লাসে ফেটে পড়ে) ৩. চায়না দ্বারা প্রভাবান্বিত যার অন্তর্ভুক্তিতে আছে, মঙ্গোলিয়া, জাপান, পাপুয়া নিউ গিনি,অস্ট্রেলিয ়া এবং নিউজিল্যান্ড, এদের সমন্বয়ে গঠিত এশিয়ান প্রজাতন্ত্র। ৪. রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, জর্জিয়া, সমগ্র ইউরোপ, গ্রীনল্যান্ড, টার্কি, লেবানন, ইজরাঈল এবং জর্ডানের সমন্বয়ে গঠিত রাশিয়ান সাম্রাজ্য........ এবং..... ৫. সম্পূর্ণ আফ্রিকা্, আরব উপসাগর, সিরিয়া, ইরাক, ইরান, আর্মেনিয়া, তুর্কেমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার সমন্বয়ে গঠিত ইসলামী খিলাফত। জ্বী ভাইয়ারা, ইসলামী খিলাফত! তার এই উপন্যাসে ২০৫৩ সালের উপাখ্যান বর্ণিত হয়েছে, যাতে মুসলিমদের অবস্থান হবে একটি ইসলামী খিলাফত রাষ্ট্রে। এই মিখাইল ইয়ুর্যেভ রাশিয়ান সরকারের Council on Economy and Entrepreneurship এর সাবেক চেয়ারম্যান। এ বইতে রাশিয়ার শত্রুদেরকে চিহ্নিত করা হয়েছে। এ বইতে রাশিয়াকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার সম্পর্কে বইয়ের পেছনের কভার পৃষ্ঠায় পুতিনের উপদেষ্টা আলেকজান্ডার দুগিন বলেন, This is Russia that one should kill and die for.... খিলাফতের আসন্ন উত্থান কাফিররাও পরিষ্কার অনুভব করতে পারছে...... But The Moderate Muslims Not!! qp ™®
Posted on: Wed, 03 Dec 2014 09:37:12 +0000

Trending Topics



/b>
Parteien seit Weimar – Der Beginn des Firmenimperiums Haben Sie

Recently Viewed Topics




© 2015