(Y) গুরুত্বপূর্ণ একটি গল্প - TopicsExpress



          

(Y) গুরুত্বপূর্ণ একটি গল্প পরলেই বুঝবেন (Y) ========================== একটা গল্প বলি। এক বয়স্ক রাজমিস্ত্রী জীবনে বহু চমৎকার বাড়ি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন খুবই দক্ষ কারিগর। তিনি একদিন তাঁর কাজ থেকে অবসর নিতে চাইলেন, স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে বাকি জীবন কাটানোর আশায়। তাঁর মালিক তাকে শেষবারের মত একটা বাড়ি নির্মাণের কাজ দিলেন। অনিচ্ছাসত্ত্বেও কাজ করতে রাজি হলেন রাজমিস্ত্রী। কিন্তু শেষ কাজটি করার সময় তাঁর বারবার সামনের অবসর আর স্ত্রী-সন্তানদের কথা মনে পড়ছিল। ফলে মনোযোগ কম দেওয়ায় কাজটি ভালো হল না। সেটিই হল তাঁর জীবনের সবচেয়ে বাজে কাজ। কাজ শেষে তাঁর মালিক বলল-এই বাড়িটি সেই রাজমিস্ত্রীকেই তাঁর এতদিনের কাজের প্রতিদানস্বরূপ উপহার দেওয়া হবে। শুনে মিস্ত্রীর মাথায় হাত। সে খুব আফসোস করে ভাবল-"হায় ! যদি জানতাম এ বাড়িটি আমাকেই দেওয়া হবে তবে আমি এত ভালো করে কাজ করতাম যেন এটিই আমার জীবনের সেরা কাজ হয়।" আমরা মুসলিমরা এই রাজমিস্ত্রীর কাছ থেকে অনেক বড় শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা প্রতিনিয়ত যে কাজ করছি, আমল করছি তাঁর সবই লিখিত হয়ে যাচ্ছে। আমরা যে ইবাদাত করি তাতে আল্লাহ্‌র কোন লাভ হয় না, বরং এই ইবাদাত আমাদের নিজেদেরই পুঁজি, পরকালের একমাত্র পাথেয়। তাই আমরা যদি আমলের প্রতি যথেষ্ঠ গুরুত্ব না দেই তবে প্রতিদান দিবসে এই রাজমিস্ত্রীর মতই আমাদের আফসোস করতে হবে। আমরা যা কিছু করছি তারই প্রতিদান আমরা ফিরে পাব, ভালো হোক বা মন্দ। কাজেই আমলে সর্বোচ্চ ইখলাস এবং প্রচেষ্টা না থাকলে সেটা আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের পরিতাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। কোয়ান্টিটি অনেক বেশি থাকলেও কোয়ালিটির অভাবে সেদিন অনেক আমল গুরুত্বহীন হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন। আল্লাহ কখনো আমলের পরিমাণ দেখেন না, দেখেন ইখলাস এবং প্রচেষ্টা। আল্লাহ দেখেন দ্বীনের জন্য কার কতটুকু স্যাক্রিফাইস, কার অন্তর আল্লাহ্‌র জন্য বেশি উন্মুখ। ইখলাসের অভাবে হাজার রাকাত নামাজও মূল্যহীন হয়ে যেতে পারে আবার বিপরীতভাবে দুই রাকাত নামাজও মুক্তির জন্য যথেষ্ঠ হয়ে যেতে পারে। তাই আমরা যতটুকু আমলই করি না কেন, তা যেন সর্বোচ্চ ডিভোশন এবং ইখলাসপূর্ণ হয়, এ চেষ্টা থাকতে হবে। আল্লাহ আমাদের রাসূল (সা) আর তাঁর সাহাবায়ে কেরামগণের মত দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা দান করুন, আর তাঁদের মত ইখলাস সহকারে আমল করার তৌফিক দান করুন।(Y) I love Bangladesh
Posted on: Tue, 24 Sep 2013 11:12:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015