-_- কিচ্ছু বলার নাই ! গাজার - TopicsExpress



          

-_- কিচ্ছু বলার নাই ! গাজার জন্য র‌্যালি-মিছিল হারাম অথচ ইজরাইলি মারা হ্রাম না হ্লাল না ফরজ এইটা এদের মুখ দিয়ে বের হবেনা কোনদিনও। হারাম-হালালকে ফাজলামোর জিনিশে পরিণত করেছে এরা। কোন চিল্লাচিল্লি না করে নীরবে ফিলিস্তিনের জন্য (অবশ্যই তাদের দোসর মাহমুদ আব্বাসের জন্য) টাকা পাঠাইতে বলছে কিন্তু টাকার সাথে যে ফিলিস্তিন/গাজার অস্ত্রও দরকার এইটা বলতে প্রচুর লজ্জ্বা লাগে এদের। আবার এরাই নাকি হজ্জ্বের মাঠের ইমাম। মিশর আর সৌদীর নামধারী সুবিধাবাদী আলেমরা সব একজোট হয়েছে মুখোশ খুলে এবার হামাস আর গাজার বিরুদ্ধে, এদের প্রভূদের ক্ষমতার গদিদে ভালরকম ঝাকুনি লেগেছে তাহলে। আমার আল্লাহই করবে তোদের বিচার .... Abdul Aziz Al Ash-Sheikh is not the only Saudi Mufti to say solidarity demonstrations with Gaza is “haram”. Earlier this week, another prominent Saudi Arabian cleric, Saleh Al-Luhaidan described the pro-Palestine marches as “demagogic denouncements.” Sheikh Saleh Al-Luhaidan who is a Member of the Council of Senior Scholars said that these marches lead to “acts of chaos and sabotage.”
Posted on: Sun, 03 Aug 2014 11:09:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015