****____ এই নেশা ত্যাগ করতে - TopicsExpress



          

****____ এই নেশা ত্যাগ করতে পারলাম না ___**** । আশা করি বন্ধু হিসেবে পুরোটা সবাই পড়বে। আমার ছোট্ট একটা অনুরোধ রাখো প্লিজ বন্ধু ____ :-) :-) । আমি অনেকবার ট্রাই করেছি ফেসবুক থেকে চিরতরে চলে যেতে। কিন্ত প্রতিবার ব্যার্থ হয়েছি। আসলে ফেসবুক নেশায় মগ্ন আমি__________।। । দুইবার আইডি Deactivate করেছি। কিন্তু কয়েকদিন পর না থাকতে পেরে আবার ফিরে এসেছি। কারণ ফেসবুক ছেড়ে আমি কিছুতেই থাকতে পারিনি। এটা নিয়ে অনেকে ঠাট্টাতামাসা করেছে। আমি কিছু মনে না করে আবার এক্টিভ হয়ে গিয়েছি________।।। । আইডি এক্টিভ করার পর বন্ধুদের বলেছি আমার একজামের কারণে ৮ মাস কোন স্ট্যাটাস আপডেট করবো না। কিন্ত ৩-৪ দিন পর আজ আবার স্ট্যাটাস আপডেট করলাম। এখন অনেকে নানা উপাধিতে ভূষিত করছে। তাও কিছু মনে না করে এই পোষ্ট লিখছি পড়ার টেবিলে বসে। । আসলে একটা জিনিষ লক্ষ্য করলাম যতই চেস্টা করি আমি ফেসবুক ছেড়ে থাকতে পারবো না। কেননা ফেসবুককে আমি ছাড়তে চাইলেও ফেসবুক আমাকে ছাড়বে না। । সামনে মাসের ১ম সপ্তাহে আমার টেস্ট একজাম শুরু। ২০১৫ সালে আমার ইন্টারমিডিয়েট একজাম। আমি ভুলেই গেছি আমি একজন সাইন্স বিভাগের স্টুডেন্ট। সেই তুলনায় আমার পড়ার গতি খুবই মন্থর। । তাই আমি লাস্ট একটা ডিসিশন নিয়েছি এই কয়মাস খুব কম ইউজ করবো ফেসবুক । পোষ্ট দিব খুব কম। ৩-৪ দিন পর পর একটা কি দুইটা। পোষ্টগুলো হবে শুধুমাত্র নিজের লেখা____ আর অবসর সময়ে বন্ধুদের পোষ্টে লাইক+কমেন্ট করবো। । এতে হয়তবা আমার নিজের পোষ্টে লাইক+ কমেন্ট এর ভাটা পরবে। হয়তবা ৫০০ লাইকই হবে না। তবুও আমাকে এই কয়মাস এটাই Maintain করতে হবে। কেননা ক্যারিয়ার টা গড়া খুব জরুরি। ফেসবুক ইউজ করার অনেক টাইম আছে। । আবার শুরু করবো একজামের পরে নব উদ্দামে,,,, নতুন বেশে,,,,,, ফেসবুক কাঁপিয়ে,,, ,,, :-D :-D । যারা কস্ট করে পড়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ ___ :-) :-) । মনে রাখবে ,,,,,, তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো ,,,,,,,,,,,,, যতদিন বাঁচবো_______ :-) :-)
Posted on: Mon, 13 Oct 2014 08:04:57 +0000

Recently Viewed Topics




© 2015