#____উত্তরসহ____প্রশ্ন____ 1. - TopicsExpress



          

#____উত্তরসহ____প্রশ্ন____ 1. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ --- ভুটান ২. প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল --- ইরান। ৩. চীনের দ্বৈত অর্থনীতির কারন --- হংকং এর অর্থনীতিকে সচল রাখা। ৪.এক নটিক্যাল মাইল - ১.৮৫৩ কি. মি ৫. এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের --- সাড়ে চারগুণ। ৬. গনতন্ত্রেরর সূতিকাগার --- গ্রিস ৭. যে দেশের সংবিধান অলিখিত --- যুক্তরাজ্য। 8. আন্তর্জাতিক নারী দিবস --- ৮ মার্চ। 9. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ---- ভোলা। 10. Das Capital গ্রন্তের রচয়িতা ---- কার্ল মার্কস। 11. প্রথম বাংলাদেশি এভারেষ্ট জয়ী ----- মূসা ইব্রাহিম। 12. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ----- মহেশখালী। > বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় : ১৯৭৪ সালে। > ‘জীবনতরী’ হলো একটি : ভাসমান হাসপাতাল। > ‘ময়নামতির’ পূর্ব নাম : রোহিতগিরি । > বাংলার প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ : পুন্ড্র। > বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩ সালে। > বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি : নাজমুন আরা সুলতানা। > ‘মা ও মনি’ হলো : একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম। > বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী অবসিত : কুমিল্লাতে। > বাংলাদেশের প্রথম জাদুঘর : বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। > বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট অবসিত : ময়মনসিংহে। > বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় : ৫ মে ১৯৯৫। > বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল। > বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে : কুতুবদিয়া। > বাংলার নাম জান্নাতাবাদ রাখেন : সম্রাট হুমায়ুন। > মুক্তিযুদ্ধকালেযে সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না : ১০ নং সেক্টর। > ঢাকা সেনানিবাস মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম : বিজয় কেতন। Admin:Alamgir Shantunu
Posted on: Mon, 29 Dec 2014 12:52:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015