#ams তোমার দেখি জীবন খানা - TopicsExpress



          

#ams তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে! _______________________ গাছ লাগান,পরিবেশ বাঁচান আপনার সন্তানকে স্কুলে পাঠান জন্ম থেকে জ্বলছি জীবন বড়ই কষ্টের ... ইত্যাদি ইত্যাদি। এই রকম অনেক নীতিকথা ও দার্শনিক মতবাদ গুলো চোখে পরে রিকশা,বেবিট্যাক্সি, ট্রাক, বাস ও ব্যাটারি চালিত রিকশা গুলোতে। তার মানে দেশের সাধারণ মানুষ গুলোও অনেক উচ্চ পর্যায়ের দর্শন ও চিন্তাভাবনা নিয়ে থাকে!সাধারণ মানুষ সচেতন হচ্ছে। . . . দেশের একটি প্রশিক্ষিত বাহিনী, ফায়ার সার্ভিস যাদের জন্য কিনা সরকার প্রতিবছর কোটি-কোটি টাকা খরচ করছে তারা কিনা একটা ছোট্ট শিশুর জীবন বাঁচানোর হাল ছেড়ে দেয়। কি দায়িত্বজ্ঞান! এর থেকেই বোঝা যায় কি পরিমান দুর্নীতিই দেশের শিরা উপশিরায় ঢুকে গেছে। কিন্তু সেই বাচ্চাটিই উদ্ধার হল, যেখন কেবল তার প্রাণশূন্য নিথর দেহটিই অবশিষ্ট! অর উদ্ধার করল কারা?? তারা কি অন্য কোনো উন্নত Rescue Team এর সদস্য, নাকি বাংলাদেশের প্রথম শ্রেণির বিদ্যাপীঠ BUET এর ছাত্র? না, তার কিছু সাধারন মানুষ! মুন, সুজন এবং ফারুক... ওরা তিন জন। [যতটুকু জানা যায়, মুন রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা। তিনি একটি পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। রমনার আইইবিতে বিএসসি করছেন মিরপুরের মনিপুরের বাসিন্দা সুজন দাস। মূল সমন্বয়ক ফারুক ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একজন বাসিন্দা। তিনি একজন গাড়ি ব্যবসায়ী। রুদ্ধশ্বাস এই অভিযানে আবারো প্রমাণিত হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। #নিউজনেক্সটবিডি_ডটকম] . Dont Underestimate The Power Of A Common Man.. SRK . শেষ করব #সুকুমার_রায় এর একটি কবিতা দিয়ে... ষোল আনাই মিছে - সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? বলতো কেন লবণ পোরা সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিসনেও তা কি জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাঁকি! আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলব কি আর বলব তোরে কি তা,- দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি দুলে! মাঝিরে কন, একি আপদ! ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো?- মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে, মশাই, এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে!
Posted on: Mon, 29 Dec 2014 05:20:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015