► আগুনের দ্বীপ বলা হয় - TopicsExpress



          

► আগুনের দ্বীপ বলা হয় কোনটিকে? আইসল্যান্ডকে ► আর্জেন্টিনার প্রধান ভাষা কোনটি? স্প্যানিশ ► চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাওলাদার আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাঙের নাম কি? Fejer varya asmati ► বিশ্বে সাপের কামড়ে সবথেকে বেশি লোক মারা যায় কোন দেশে? শ্রীলংকায় ► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি ► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uganda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea ► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম Yangon। বর্তমান রাজধানীর নাম Nay Pyi Taw (officially spelled) । ► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে ২০০৭ চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট। ► পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার ভারখয়ানস্ক্। ► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল - ২ বার। ► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620. For more like this pageফেসবুক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তথ্যগুলো জেনে উপকৃত হলে লাইক দিতে ভুলবেননা এতে আমরা আরো নতুন তথ্য প্রদানে উৎসাহিত হই। তথ্যগুলো আপনার বন্ধুদের জন্য প্রোফাইলে শেয়ার করুন।
Posted on: Tue, 15 Oct 2013 15:13:44 +0000

Trending Topics



ion-topic-548234565278586">2002 Volkswagen Jetta. 5 speed manual. In great running condition.

Recently Viewed Topics




© 2015