-আচ্ছা, তুমি টাই বাঁধতে - TopicsExpress



          

-আচ্ছা, তুমি টাই বাঁধতে পারো ?? -না। কেন ?? -আমি পারি। আচ্ছা, এর পরের বার দেখা হলে তোমাকে শিখিয়ে দিব। -না। -কেন ?? -কারণ, আমি কোনোদিন টাই বাঁধা শিখতে চাই না। বিয়ের পর, প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে তুমি আমাকে টাই বেঁধে দিবা। বুঝছে ?? -হিহিহি... ওকে। টিয়া আর মন। নামগুলো অবশ্য তারা দুজনই দিয়েছে। দিনের মধ্য অর্ধেক সময়ই তাদের ফোনে কথা বলতে বলতে চলে যায়। কারণ, তাদের দেখাই হয় না। distance love যাকে বলে। মেয়েটা থাকে চট্রগ্রাম আর ছেলেটা খুলনা। দেশের দুই প্রান্ত। দুইজনই দুজনকে অনেক ভালবাসে। আবার ঝগড়া হতেও দেরি নাই। তাদের এই ভালবাসা দেখে তাদের বন্ধু- বান্ধবদেরহিংসে হয়। এ দেড় বছরে তাদের দেখা হয়েছে মাত্র দুইবার। তাই এইবার মন দেখা করতে চট্রগ্রাম চলে আসলো। আর, যাওয়ার সময় দুজনের মুখে একটা মৃদু হাসি। এই হাসিটা দিয়ে তারা বুঝাতে চাইছিল, তাদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু, মেয়েটি বাসায় যাওয়ার পর আর ছেলেটি বাসেই উঠার পরই তাদের চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। এই ভালোবাসায়, তারা সপ্তাহে ৩ দিন ডেটিং এ যেতে পারে না, ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বসে বাদাম চিবোতে পারে না। কিছু ভালোবাসা আছে, যা শুধুমাত্র অনুভব করতে হয়।সুখ কিংবা দুঃখের সময় কাওকে জড়িয়ে ধরে বলতে পারে না, ভালবাসি। কিন্তু, তারপরও তারা স্বপ্ন দেখে,তারপরও তারা এক হতে চাই, তারপরও তারা ভালোবেসে যায়। এ ভালবাসায় কোনো স্বার্থ থাকে না।
Posted on: Mon, 21 Jul 2014 09:42:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015