♥@ আজ বিশ্ব AIDS দিবস - TopicsExpress



          

♥@ আজ বিশ্ব AIDS দিবস @♥ ======================== এই ব্যাপারে নিজেকে সমৃদ্ধ করার জন্য এই সংস্থাপনের অবতারণা। AIDS: Aquired Immune Deficiency Syndrome. অর্থাৎ মানুষের শরীরে জন্মগত যে প্রতিরোধ ক্ষমতা আছে তার অকর্মণ্যতা/অক্ষমতা/অনুপস্থিতি। এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য সাধারণ ভাবে দায়ী, HIV: Human Immunodeficiency Virus. যেটা রক্ত/জৈবিক রস(fluid) দ্বারা সংক্রামিত হয়। তাতে মানুষের দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়/শেষ হয়ে যায়। ফলে মানুষ সামান্যতম জীবানু-আক্রমণ থেকেও রেহাই পায় না। মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য হয়। অর্থাৎ মূল ব্যাপারটা দাঁড়ালো: মানুষ তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা হারিয়ে নিজের মৃত্যু ডেকে আনলো। চিকিৎসা শাস্ত্রের গূঢ় তত্ত্ব আমার মত সাধারণের বোধগম্য হবার কথা নয়। সাধারণ বোধশক্তিতে আমি যা বুঝি, তাতে আমার মনে হয়:- আমরা বিশেষতঃ আধুনিক শহুরে/সভ্য মানুষরা মুড়িমুড়কির মত ওষুধ কিনে খেতে অভ্যস্ত। যেন নিজেই চিকিৎসক্! তার জন্য বেশ কিছু অংশে দায়ী আধুনিক প্রযুক্তি আর আমাদের অল্প বিদ্যা ভয়ঙ্করী স্বভাব। সে যাইহোক! দেহের তত্ত্ব বিশদে না জেনে ছোটখাটো দৈহিক অসুবিধা যত তাড়াতাড়ি তাড়ানো যায় তার সু(?)চেষ্টা করি। অনেক সময়ে চিকিৎসককেও পরামর্শ দিই। পরিবেশ থেকে প্রতিনিয়ত আমাদের দেহে ক্ষতিকারক জীবনুর প্রবেশ ঘটছে। সেটাই স্বাভাবিক। দেহের প্রতিরক্ষাবাহিনী তার সাথে লড়াই চালানোতে তাপ সৃষ্টি হয়। আমরা বলি জ্বর হয়েছে। সেই জ্বর তাড়াতেই আমরা শশব্যাস্ত। জ্বর কোন রোগ নয়। যেকোন রোগের লক্ষণ মাত্র। আমরা সেই লক্ষণেরই গলা টিপে ধরি। অর্থাৎ আত্মরক্ষার লড়াই টাকে Force Stop করে দিলাম। ধীরে ধীরে আমাদের। প্রতিরোধ ক্ষমতা অকর্মণ্য হতে থাকলো। ফল কি দাঁড়ালো? বিজ্ঞান ওষুধ আবিষ্কার করেছে, মানুষকে বাঁচানো/সুস্থ রাখার জন্য। ওষুধের জন্য মানুষ নয়। তাহলে আমরা কি জেনেশুনে AIDS ডেকে আনছি না??? আমি যা বুঝি বললাম। সাধারণ ভাষায় আপনাদের মতামত চাই। ----------------------
Posted on: Mon, 01 Dec 2014 04:00:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015