@@ আন্তর্জাতিক সংগঠন -- ২ ( - TopicsExpress



          

@@ আন্তর্জাতিক সংগঠন -- ২ ( ১ম অংশ ) ««««««« জাতিসংঘ »»»»» এই সংগঠটি অনেক গুরুত্বপূর্ণ এবং এর জন্য বেশকিছু পড়াশুনা করতে হবে । তাই এটি কয়েকটি অংশে ভাগ করে পড়তে পারলে সহজেই আয়ত্ব করা যাবে প্রথম অংশ : প্রাথমিক আলোচনা # উদ্দেশ্য : ২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয় # নামকরণ : মার্কিন প্রেসিডেন্ট “ রুজভেল্ট সর্বপ্রথম জাতিসংঘ নাম ব্যবহার করেন। “ আটলান্টিক সনদে জাতিসংঘ নামটি সর্বপ্রথম অফিসিয়ালভাবে ব্যবহৃত হয় # প্রতিষ্ঠার পটভূমি : ১) আটলান্টিক সনদব ১৯৪১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী “ চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট “ রুজভেল্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরীতে এক দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন এবং একটি শান্তি পরিকল্পনার খসড়া প্রণয়ন করেন । এটি বিখ্যাত আটলান্টিক সনদ নামে পরিচিত। ২) তেহরান সম্মেলন : ১৯৪৩ সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট , ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন। ৩) ইয়াল্টা সম্মেলন : ১৯৪৫ সালে যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠনএএর জন্য রুজভেল্ট , চার্চিল এবং স্ট্যালিন ইউক্রেনের ইয়াল্টায় এক সম্মেলনে মিলিত হন । এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত । # প্রতিষ্ঠাকাল : ২৪ অক্টোবর, ১৯৪৫ # সনদ : ১৯৪৫ সালে বিশ্বের ৫০ টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে সানফ্রানসিসকোতে মূল সনদে সাক্ষর করেন । পরবর্তিতে ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে সাক্ষর করে । জাতিসংঘ সনদ কার্যকর হবার পূর্বেই পোল্যান্ড সাক্ষর করে বলে , পোল্যান্ডকেউ জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়। # পতাকা: হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক । জাতিসংঘের প্রতীকের বর্ণনা হচ্ছে - মাঝখানে পৃথিবীর মানচিত্র, ২ পাশে জলপাই গাছ ( জলপাই গাছ শান্তির প্রতীক) । # সদস্য : * প্রতিষ্ঠাতা সদস্য -- ৫১ * বর্তমান সদস্য -- ১৯৩ ( সর্বশেষ : দক্ষিণ সুদান) । * প্রাক্তন সদস্য -- তাইওয়ান ( ১৯৭১ সালে বহিস্কৃত হয়) * ইন্দোনেশিয়া -- ১৯৬৫ সালে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং ১৯৬৬ সালে পুনরায় যোগদান করে * আয়তনে বৃহত্তম দেশ -- রাশিয়া * জনসংখ্যায় বৃহত্তম দেশ -- চীন * আয়তনে ক্ষুদ্রতম দেশ -- মোনাকো * জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ -- টুভ্যালু # সদর দপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র # অফিসিয়াল ভাষা : ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরব ( ৬ টি) # মূল সংস্থা : ৬ টি * সাধারণ পরিষদ * নিরাপত্তা পরিষদ * অর্থনৈতিক ও সামাজিক পরিষদ * সচিবালয় * আন্তর্জাতিক আদালত * অছি পরিষদ
Posted on: Thu, 16 Oct 2014 05:26:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015