☛ আপনি যখন Galaxy/iPhone দিয়ে ঈদের - TopicsExpress



          

☛ আপনি যখন Galaxy/iPhone দিয়ে ঈদের গরু বাজারে সেলফি তোলা নিয়ে ব্যাস্ত, ঠিক তখনও কেউ একজন আপনার মুখে হাঁসি ফোটানোর যুদ্ধে নিয়োজিত...... ☛ আপনি যখন ঈদে মা-বোন-ভাইকে নিয়ে আনন্দ করছেন, ঠিক তখনও কেউ একজন একাকী বসে আদরের মা-বাবা-বোনকে মিস করে চোখের জল ফেলছে..... ☛ আপনি যখন ঈদ উপলক্ষে দামী দামী জামা- কাপড় কেনা নিয়ে ব্যাস্ত, ঠিক তখনও কেউ একজন আপনার জন্যই ভাবছে..... ☛ আপনি যখন ঈদের গরু বাজারে সবার সাথে মিলে সুন্দর গরুটি পছন্দ করছেন, ঠিক তখন কেউ একজন ছোট্ট রুমের কোনে বসে বসেই ভাবছে কিভাবে সেই গরুর টাকা পাঠানো যায়.... ☛ আপনি যখন ঈদ করতে পরিবার নিয়ে শহর থেকে গ্রামে যাচ্ছেন, ঠিক তখনও একাকী নির্জনে একজন ব্যাক্তি পরিবারের সবাইকে কাছে পাবার আকুলতা নিয়েই লুকিয়ে লুকিয়ে অঝোরে ফেলছে চোখের জল..... ☛ আপনি যখন দামী সেলুনে হেয়ার স্টাইল করতে যাচ্ছেন অথবা বিউটিপার্লারে সাজুগুজু করতে যাচ্ছেন, ঠিক তখন কেউ একজনের ক্লান্ত শরীরের ঘামে গোসল হয়ে যাচ্ছে.... ☛ আপনি যখন বন্ধুদের সাথে একত্রিত হয়ে সিগারেট টানছেন, ঠিক তখন কেউ একজন আপনার উন্নত ভবিষ্যতের কথা ভেবে করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম..... ☛ আপনি যখন প্রেমিকাকে নিয়ে দামী রেস্টুরেন্টে খাচ্ছেন কিংবা শপিং করছেন, ঠিক তখনও কেউ একজন আপনার জীবন গড়ার চিন্তায় মগ্ন..... ☛ আপনি যখন মাংস,মাছ দিয়ে তৃপ্তি করে পরিবারের সাথে বসে রাতের খাবার খাচ্ছেন, ঠিক তখন কেউ একজন সারাদিনের পরিশ্রম শেষে এসে হাত পুড়িয়ে রান্না করছে দুমুঠো খাওয়ার জন্য....হয়তো ততক্ষণে আপনি খেয়ে গভীর ঘুমে বিভোর....... ☛ আপনি যখন সকাল ৯ টায় ঘুম থেকে উঠে বেড টি খাচ্ছেন, ঠিক তখন কেউ একজন খেয়ে অথবা না খেয়েই খাটুনি করতে চলে গেছে..শুধুমাত্র আপনার সকালের চায়ের টাকা জোগাড় করতে..... ☛ আপনি যখন টাইলস ওয়ালা রুমে সোফায় বসে পায়ের উপর পা তুলে ঠান্ডা ফ্যানের নিচে বসে সিরিয়াল/ঈদ অনুষ্ঠান দেখছেন, ঠিক তখনও কেউ একজন টাটকা রোদের মধ্যে কর্ম যুদ্ধ করে যাচ্ছে আপনার আগামী মাসের চলার ব্যাবস্থা করার জন্য........ ☛ আপনি যখন ঈদের নামাজ শেষে সবার সাথে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক তখনও কেউ একজন চার দেয়ালের ছোট্ট রুমে বসেই কল্পনা করছে আপনাদের...... ☛ আপনি যখন হাসি আনন্দে মেতে আছেন সবাইকে নিয়ে, ঠিক তখন শত কষ্টে/দুঃখের মাঝেও কেউ একজন চোখের জল লুকিয়ে আপনাদের সাথে দেখিয়ে যাচ্ছে তার হাঁসিমাখা মুখ..... জানেন সে ব্যাক্তিটি কে??? একবারও কি উপরের মত করে ভেবেছেন তার কথা??? আমি জানি এই পোস্ট পড়ে হুশ হবার পরে আপনি কমেন্ট বক্সে প্রথমে তাকেই ম্যানশন করবেন অথবা তাকে মনে করে চোখের কোনে জল আবিস্কার করবেন........... সে আর কেউ নয়... যাদের আমরা প্রবাসী বলি.....আবার কিছু বিকৃত মস্তিস্কের অকৃতজ্ঞ প্রাণীরা যাদের কামলা বলে.... মায়ার বাঁধন ছেড়ে, বুকে পাথর বেঁধে সুদূর প্রবাসে পড়ে থাকা আর জীবন যুদ্ধে বীরের মত প্রতিনয়ত যুদ্ধ করে যাওয়া সেই ব্যাক্তিটি আর কেউ নয়.....আপনার আমার বাবা, ভাই ✔ যাদের রক্তে কামাই করা টাকায় আমি আপনি দেশে লাট সাহেবের মত চলাফেরা করি...... ✔ যাদের রক্তে কামাই করা টাকায় আমি আপনি দামী ফোন ইউজ করি আর সেলফি তুলি... ✔ যাদের রক্তে কামাই করা টাকায় আমি আপনি দামী সেলুনে হেয়ার স্টাইল করি অথবা বিউটিপার্লারে সাজুগুজু করি... ✔ যাদের রক্তে কামাই করা টাকায় আপনি আমি ড্রেস চেইঞ্জ করি মাসে দুইবার..... ✔ যাদের রক্তে কামাই করা টাকায় আপনি আমি বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সাথে বড়লোকি ভাব ধরি.... ✔ তাদের রক্তে কামাই করা টাকায় আপনি আমি ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলি, অথছ তারা কথা বলতে গেলেই বিরক্তি ভাব দেখাই........ হ্যাঁ..হ্যাঁ...... আমি তাদের কথাই বলছি....আমি পৃথিবীর প্রায় ১৬০ টি দেশে ছড়িয়ে থাকা সেই ৮৮ লক্ষাধিক বাবা-ভাইয়ের কথাই বলছি...!! তারা কামলা নয়....... তারাই এই দেশের আসল VIP..... Oh No !! ..... Not only VIP !! ... Really, they are Super VIP person in Bangladesh.... ★★★★★★★★★ সুদূর প্রবাসে পড়ে থাকা সেই সমস্ত VIP বাবা, ভাইয়াদের বলছি...... বিশ্বাস করুন...... Please trust me........ আপনার প্রতিটি ঘামের বিন্দু কণার প্রতিও রইলো আমার অগনিত শ্রদ্ধা, স্যালুট এবং ভালোবাসা....
Posted on: Sun, 05 Oct 2014 16:51:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015