*****আবার ও নতুন - TopicsExpress



          

*****আবার ও নতুন চক্রান্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ের দের নিয়ে**** কারিগরি আমলা চক্র হয়তো উপলব্ধি করতে পেরেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের কে তাদের অধিকার আদায়ের সংগ্রামে ঠেকানো যাবে না, তাই তারা আগে ভাগেই পরিকল্পনা করে কোমর বেধে নতুন ষড়যন্ত্রের জাল ফেলেছে, তারা ‘উপ-সহকারী প্রকৌশলী- গ্রেড ১” ও “ও উপ-সহকারী প্রকৌশলী- গ্রেড ২” নামে দুটি আলাদা পোস্ট সৃষ্টি করেছে। সেই সাথে “সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার” নামে আরেকটি ইঞ্জিনিয়ারিং পদ সৃষ্টি করা হয়েছে। কেন এই পদ বৃদ্ধি????????? ???????? ব্যাপারটি স্পষ্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রা যদি গেজেট পাশ করে পদন্নোতির সুযোগ ও অন্যান্য সুবিধা ভোগের অধিকার আদায় ও করতে পারে তারপর ও যেন তারা কোন ভাবেই “উচ্চতর প্রকৌশল (Upper Engineering) কর্মকাণ্ডে তথা নির্বাহী অথবা প্রধান প্রকৌশলী পদে প্রমোশন না পায় তার জন্যই Lower Engineering এ এসব নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এতে প্রমোশন পেলে ও আমরা লোয়ার ইঞ্জিনিয়ারিং এ ই পাব মানে আমাদের ছোট হয়েই থাকতে হবে। আগাছা ছোট অবস্থাতেই উপড়ে ফেলতে হয়, নাহলে শিকড় বিস্তার করতেই থাকে। আপনারা কি বলেন??? কি করা যায় এই শিকড় উপড়ে ফেলার জন্য???????? #হোসাইন #চাঁদপুর পলিটেকনিক ইনস্টিউটিট
Posted on: Sat, 02 Nov 2013 15:04:51 +0000

Trending Topics



-Havasu-topic-909851085711194">Havasu Falls Adventure. Havasu Falls is a waterfall of Havasu

Recently Viewed Topics




© 2015