..আব্বু ৫০০ টাকা - TopicsExpress



          

..আব্বু ৫০০ টাকা লাগবে? ..কেনো? ..হাতখরচের জন্য।। পকেট থেকে বের করে দিলো!! কিছু দিন পর!! ..আব্বু ৩৫০ টাকা লাগবে! ..কেনো? ..নেট নিবো তাই ..তোর আম্মুর কাছ থেকে নিস। আবার, ..আব্বু টাকা লাগবে। ..কেনো? ..বন্ধুরা সবাই পিকনিক করবো ..নিস পরে।। ..না না!! এখনই দাও পকেট হাতড়ে কিছু টাকা পেলো এবং দিলো।। ..আব্বু বই কিনতে হবে, টাকা দাও। ..খুশি হয়ে, কতো লাগবে? ..এতো টাকা, বাড়িয়ে বললাম।। (বাকিটা আমার) মধ্যবিত্ত ঘরের ছেলে আমি।। আমাদের এতো চাহিদা থাকতে নেই, তবুও তৈরী হয়ে যায় আর এই সব চাহিদা পূরন করছে একা মানুষটি যার নাম আব্বু।। এমন অনেক হয়েছে বাসায় ঢুকছি, তখন আব্বু -আম্মু কথা বলছে ছেলেটির বই কিনে দিতে হবে, আবার তোমার ডাক্তার!! মা কোন দ্বিধা ছাড়াই আমার বই আগে কিনতে বলে!! পরে আব্বু টাকা ম্যানেজ করে বই, ডাক্তার দুইটারই ব্যাবস্থা করে।। ঈদের মার্কেট করার সময় মা, আব্বুকে কিছু নিতে বলে। নেই না, শুধু বলে : আমার তো জামা আছে, এইটা দিয়েই চলে যাবে। পাছে আমাদের জামা -কাপড় কিনতে টাকার শর্ট পরে তাই!! এতোকিছুর পরও আব্বুর সাথে খারাপ ব্যাবহার করে ফেলি!! বুঝতে পারি পরে, আসলেই বড় ভুল করে ফেলি।। মাথার উপর একটা বটগাছ আছে তো তাই বুঝি না! যাদের নাই তারা বুঝে কষ্টটা শেষের লাইনটায় হয়তো কিছু মানুষ আঘাত পেতে পারেন।! মাফসুলভ দৃষ্টিতে দেখবেন, আসলে আমি ওভাবে বলতে চাইনি!! একটি ফালতু ছেলে #Bondhuhin_Bondhu
Posted on: Wed, 23 Oct 2013 02:36:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015