আমি যখন পড়তে শিখি বাবার - TopicsExpress



          

আমি যখন পড়তে শিখি বাবার হাত ধরে প্রথম স্কুলে যাই, মনে পড়ে বাবা একটা দোকান ঠিক করে দিয়েছিলেন যেন আমি যখন যা চাই তা ওখান থেকে পাই। আমি প্রায়ই পেন্সিল হারিয়ে ফেলতাম কিন্তু বাবা প্রতিদিন পেন্সিল কিনে দিতেন। এই হারানোর অভ্যাস এখনো আছে কিন্তু বাবাকে বলা হয়না। তারপর যখন একটু বড় হলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কী প্রবল উৎসাহে বাবা নিয়ে গেলেন ঈশ্বর পাঠশালায় আর ঘোষণা দিলেন বৃত্তি পেলে ঘড়ি কিনে দিবেন। এক্সিলেন্ট পারফরম্যান্সের উপর জারি করা বাবার এই ঘোষণা এখনো চালু আছে কিন্তু আমরা কেউ এই পুরস্কার আজো পাইনি। ক্যাডেট কলেজে টিকা সম্ভবত বাবার একটা আনন্দের বিষয় ছিল। প্রথম যখন ছুটিতে বাসায় এলাম আব্বা কালি ও ব্রাশ এনে নিজেই আমার জুতা পালিশ করে দিলেন আর বললেন,”জীবনে পালিশ করতে করতেই কিন্তু সুন্দর হয়ে উঠবি”। আমি কি সুন্দর হয়ে উঠতে পেরেছি? তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম নিজে নিজেই কিন্তু ভার্সিটির সেশন জট আর থাকা খাওয়ার বিষয়ে তিনি উৎকণ্ঠায় থাকতেন। তারপর যখন মেরিন ফিশারিজ একাডেমীতে ভর্তি হলাম তখন বাবা নিজে গিয়ে ট্রাঙ্ক কিনে, কাপড়চোপড় কিনে এনে সেই ট্রাঙ্কে সাজিয়ে দিয়ে এলেন একাডেমী ব্লকে আর বললেন, “এই হল তোর কাজের শুরু” তারপর যখন আকাশে বিদ্যুৎ চমকায়, সিগন্যালের খবর মায়ের কানে যায় আম্মা আতঙ্কিত থাকেন। আমিও সি সিকনেসের পাশাপাশি হোম সিকনেসে কাবু হয়ে যাই। বাবা বলেন বিসিএস দে; আমার মন সায় দেয় না কিন্তু বাবার পরামর্শে পরীক্ষা দেই। সরকারি চাকুরিতে প্রবেশ বাবার আরেকটি আনন্দ। প্রথম যখন নীলফামারিতে যোগদান করতে যাই, বাবা সাথে যেতে চেয়েছিলেন কিন্তু কর্মজীবনে বাবার হাত ধরে গমনে বিব্রত বোধ করলাম। বাবা যোগদানের সাথে সাথে ফোন করলেন। ফোন ধরল নাইট গার্ড তৌহিদ। বাবা ঠিকই সেই অদৃশ্য ভাবে আমার কর্মজীবনের ছায়া হয়ে থাকলেন।। তৌহিদকে বললেন,”বাবা তোমাদের ওখানে ছেলেটা গিয়েছে, একটু দেখে রেখো” আমি বিব্রত বোধ করলেও বাবার আবেগের কথা ভেবে চুপ থাকি। এখনো বাড়িতে আসা যাওয়ার সময় বাবা বলেন“ হাতে টাকা পয়সা আছে নাকি?নে, কিছু টাকা রাখ” আমি ভাবি যখন আমার দায়িত্ব শুরু করা উচিত তখনও বাবা শেষ করেন নি।কিন্তু যখন কিছু করতে পারার সুযোগ এল আমি অসহায় বোধ করলাম। হায় কেন ডাক্তা র হবার ভয়ে বায়োলজি নিলাম না। আমার এই একক সিদ্ধান্ত বাবা কোন দিন ভুলতে পারেন নি। তাই বাবা-মা অসুস্থ হলে নিজেকে অসহায় লাগে। ছেলেবেলায় বাবা একটি কথা আমাদের ভাইবোনদের সবসময় বলেতেন আর আমরা খুব মজা পেতাম তাই বারবার বলতাম “বাবা পাহাড়ের পাদদেশের কথাটা যেন কি?” ঊনি বিরক্তহীন ভাবে বলেতেন, “ হে বালক, তুমি যদি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে অপেক্ষায় থাকো পাহাড়ের চূড়ায় উঠার, কিভাবে তুমি চূড়ায় উঠবে যদি না চেষ্টা কর”। বাবা এখন ফুসফুসের সমস্যা নিয়ে উদ্বিগ্ন। ডাক্তার বললেন “খুব সম্ভবত নন স্মল সেল লাংগস......।।, তবুও দেখুন এফএনএসি এর স্যাম্পল টেস্ট রিপোর্টে কি আসে” আমি যেন এক পাহাড়ের পাদদেশে এসে পড়লাম। বাবার পরামর্শ মতো চেষ্টা করতে হবে। এ পর্যন্ত যা করলাম। পিজি হাসপাতালের ডাঃ রাজাশিশ এর পরামর্শ মতো সিটি স্ক্যান ও এফএনএসি করলাম। ডাঃ বিশ্বজিত এফএনএসি করলেন, একটা স্যাম্পল পিজিতে ও অন্যটি সিএমএইচ এ দিলাম। সিটি স্ক্যান রিপোর্টে যা লেখা তা নিম্নরূপঃ “Findings: No Pulmonary parenchymal lesion is detected on left lung. Well defined rounded isodense lesion measuring about 5.0cm X 4.4cm having central hypodensity (fluid) is noted in the posterior segment of right upper lobe. Heart, great vessels, esophagus are unremarkable. No mass lesion or lymphadenopathy is noted in the mediastinum. Bony thorax & overlying soft tissues appear normal. After IV contrast administration: Enhancement is noted in the solid peripheral portion of the lesion Impression: Suggestive of right lung mass with central cystic degeneration. Advice: Clinico-pathological correlation (including guided FNAC) for further evaluation” বাবা রিটায়ার্ড মাস্টার ওয়ারেন্ট অফিসার ছিলেন, তাই উনি সিএমএইচ এ চিকিৎসা নিতে আগ্রহী, আমার এক বন্ধুর প্রশাসনিক সুবিধা থাকায় আমি পিজিতে আগ্রহী, আমার এক আত্মীয় বাইরে যেতে বললেন, কেউ কেউ বললেন স্কয়ার এ যেতে। এক সহকর্মী মহাখালির বক্ষব্যাধিতে যেতে বললেন। কেউ কেউ আবার ডায়াবেটিক প্যাশেন্ট বিধায় বারডেমেও যাওয়ার পরামর্শ দেয়। গতকাল আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাঃ এ কে এম একরামুল হককে দেখালাম যিনি বক্ষব্যাধির ডাক্তার ও সার্জন। বললেন, অবিলম্বে অপারেশন করুন। এক দু’দিন ও সময় নষ্ট করা ঠিক হবে না। এখন আমরা সেই রিপোর্ট এর অপেক্ষায় আছি । বাবার মতামত/ইচ্ছা, আর্থ- সামাজিক অবস্থা, যোগাযোগ ব্যাবস্থা, চিকিৎসা সুবিধা ইত্যাদি সার্বিক দিক বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নিব কি করব বা কোথায় যাব। সকলের দোয়া ও পরামর্শ আশা করছি।
Posted on: Thu, 28 Aug 2014 05:31:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015