আমি রাত জাগলাম অথচ - TopicsExpress



          

আমি রাত জাগলাম অথচ একটাও সিগারেট খেলাম না এই ব্যাপারটা আমার কাছে এই রকম যে আমি India গেলাম অথচ তাজমহল দেখলাম না । এমন একটা চোদনা মার্কা মেসে থাকি যেখানে smoking,drinks করা যাবে না । যত্তোসব আজব নিয়ম কানুন । সারাটা রাত সিগারেট এর জন্য ঝাপাঝাপি করি , But না খেয়েই থাকা লাগে । রাত দশ টাই মেসের গেট বন্ধ করে দেয় । ঐ সময়ই smoking করে মেসে ঢুকি তারপর নিজের সাথে যুদ্ধ ঘোষণা করে সারারাত যুদ্ধ করি । যুদ্ধ করতে করতে একসময় ঘুমিয়ে পরি । একটু ঘুম না হতেই চেতন পেয়ে দেখি সকাল হয়ে গেছে । সকালে উঠে ব্রাশ না করেই দৌড় দেই দোকানে । দোকানে গিয়েই আগে কাঙ্খিত একখান Gold leap সিগারেট নিয়ে মনের দুঃখে টানি । তারপর সারাদিন চলছে সিগারেট ।একটা শেষ So what??? no problem আর একটা ধরাই এবং টানা শুরু করি । ||আগে যখন গুলগুলি ছিল তখন পাগলি টা আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিত এখন আর এমন টা করে না আর হয়তো করবেও না|| (sorry দেখছো বন্ধুরা আমি আবার একটু Emotion নিয়ে পড়ছিলাম,এরকমই Emotional হয়ে পরি বারবার) ।। যাই হোক এভাবেই সারাদিন ধুমপান করি এবং রাত ১০ টাই Last সিগারেট টা খেয়ে আবার মেসে ঢুকি তারপর সারারাত যা হয় তা তো আগেই বলছি । এভাবেই চলছে আমার জীবন টা । Sorry এটাকে জীবন বললে বিশাল বড় একটা ভুল হয়ে যাবে,এটা তো একটা নষ্ট জীবন || একটা কথা always আমার বারোটা বাজাচ্ছে , কথাটা হলো - গুলগুলি একদিন আমাকে বলছিল যে তোমার হাত টা দেখি , তো আমি হাত টা এগিয়ে দিলাম ।তখন পাগলী টা আমার হাত টা ধরে বলছিল:এই যে আজ তোমার হাত ধরলাম আর কোনো দিন এই হাত ছাড়বো না । যাই হোক সব ভালবাসা এখন Ventilater দিয়ে পালাইছে । ||আজ আর নয়||
Posted on: Sat, 15 Nov 2014 19:08:39 +0000

Trending Topics



y" style="min-height:30px;">
We have different kind and different price of mat, It have 4 layer
Here it is Zimasa Mciteka my 20 facts challenge 1. God first 2.Im

Recently Viewed Topics




© 2015