// ইন্টারেস্টিং একটা - TopicsExpress



          

// ইন্টারেস্টিং একটা হাদিস চোখে পড়লো । হাদিসটিঃ আববাস ইবন মুহাম্মাদ দূরী বাগদাদী (র.) ... আবূ হুরায়রা (রা.) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন: এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়। তখন তা লাল বর্ণ ধারণ করে। এরপর আরো এক হাজার বছর জ্বালানো হয়। তখন তা সাদা বর্ণ ধারণ করে । এরপর আরো এক হাজার বছর জ্বালানো হয়। তখন তা ঘোর কৃষ্ণ বর্ণ ধারণ করে । অতপর তা ঘোর কৃষ্ণ বর্ণই থাকে । [ ইংরেজি রেফারেন্সঃ সহীহ আত-তিরমিজি, খণ্ড-৪, অধ্যায়-১৩, হাদিস নাম্বার-২৫৯১] [ আরবি রেফারেন্সঃ সহীহ আত-তিরমিজি, খণ্ড-৪, অধ্যায়-৩৯, হাদিস নাম্বার-২৭৯৪] [আমার হাদিস সফটওয়্যারের রেফারেন্সঃ সহীহ আত-তিরমিজি, অধ্যায় ৩৯ :: হাদিস ২৫৯১] Abu Hurairah narrated that the Prophet (s.a.w) said: The Fire was kindled for one thousand years until it reddened, then it was kindled for one thousand years until it whitened, then it was kindled for one thousand years until it became blackened, so it is dark black. এই হাদিস থেকে আমরা ৩ টা বিষয় জানতে পারি । ১। আগুনকে উত্তপ্ত করলে সাদা বর্ণ ধারণ করে । ২। আগুনকে আরও উত্তপ্ত করলে তা কালো বর্ণ ধারণ করে । ৩। অবশেষে তা কালো বর্ণেরই থাকে এবং দোজগের আগুনের বর্ণ কালো । আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করি । আপনারা কি কখনো সাদা রঙের আগুন দেখেছেন ? কখনো কি দেখেছেন লাল রঙের আগুনকে উত্তপ্ত করলে সাদা বর্ণের হয় ? কিম্বা কখনো কি দেখেছেন কালো রঙের আগুন ? আপনি কি জানতেন আগুনকে অনেক অনেক উত্তপ্ত করলে কালো রঙ ধারণ করে ? আমি জানি আপনারা হয়তো অনেকেই জানতেন না । আমিও জানতাম না । কিন্তু এই হাদিসটা দেখার পর গুগলে সার্চ করি । যা দেখলাম তাতে অবাক হলাম । সত্যি সত্যি কিন্তু আগুনকে উত্তপ্ত করলে এর রঙের পরিবর্তন হয় । বিশ্বাস না হলে উকিপিডিয়ার আর্টিকেলটা পড়ে দেখুনঃ en.m.wikipedia.org/wiki/Fire ১৪০০ বছর আগে একজন মানুষ কিভাবে এটা জানতে পারলেন ? তার কি ল্যাব ছিল ? তিনি কি পরীক্ষা নিরীক্ষা করে জেনেছেন ? এখানেই শেষ নয় । আরও আছে । আমরা জানলাম দোজগের আগুনের বর্ণ কালো । এই কালো বর্ণের আগুনের তাপমাত্রা কত ? নিচের লিঙ্ক অনুসারে কালো বর্ণের আগুনের তাপমাত্রা ৪০০০০ কেলভিন থেকে ৫০০০০ কেলভিন । এই তাপমাত্রা পৃথিবীতে পাওয়া সম্ভব নয় । এই তাপমাত্রা সুপার নোভাতে পাওয়া সম্ভব । answers/Q/Is_there_black_fire ধরলাম, ৫০০০০ কেলভিন । এখন এই ৫০০০০ কেলভিন কে সেলসিয়াসে কনভার্ট করি । কেন কনভার্ট করলাম তা পরে বলছি । নিচের সাইট অনুসারে ৫০০০০ কেলভিন মানে ৪৯৭২৭ ডিগ্রী সেলসিয়াস । metric-conversions.org/temperature/kelvin-to-celsius.htm আমরা সকলেই জানি দোজগের আগুনের তাপমাত্রা পৃথিবীর আগুন থেকে ৭০ গুন বেশি । উদাহরণসরূপ নিচের হাদিস উল্লেখ করা যেতে পারে । সৃষ্টির সূচনা অধ্যায় :: সহিহ বুখারী :: খন্ড ৪ :: অধ্যায় ৫৪ :: হাদিস ৪৮৭ ইসমাঈল (র)...............আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন, তোমাদের (ব্যবহৃত) আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ মাত্র। বলা হল, ‘ইয়া রাসূলুল্লাহ! জাহান্নামীদের শাস্তির জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ঠ ছিল। তিনি বললেন, ‘দুনিয়ার আগুনের উপর জাহান্নমের আগুনের তাপ আরো উনসত্তরগুন বাড়িয়ে দেয়া হয়েছে, প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে।’ এখানে আমাদের ব্যবহৃত আগুন মানে আমারা রান্নার কাজে চুলাতে যেই আগুন ব্যবহার করি সেই আগুন । এখানে একটা কথা মনে রাখা ভালো এখানে চুলা মানে কাঠের চুলাকে বোঝানো হয়েছে । গ্যাস, মাইক্রো ওভেনের আগুনের তাপমাত্রা এখানে বোঝানো হয়নি । কারণ ১৪০০ বছর আগে সাহাবীরা (রাঃ) নিশ্চয় গ্যাস, মাইক্রো ওভেন ব্যবহার করতেন না । কাঠ চালিত চুলা ব্যবহার করতেন । এখন প্রশ্ন হল আমাদের কাঠের চুলাতে যে আগুন উৎপন্ন হয় তার তাপমাত্রা কত ? নিচের সাইট অনুসারে কাঠ চালিত চুলাতে আগুনের তাপমাত্রা ৭০০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হতে পারে । নিচের সাইটে পরিষ্কারভাবে লেখা আছে, How hot can it get inside the oven ? 700 degree celsius woodfiredovens.au/more-info-2/f-a-q/ হাদিস অনুসারে দোজগের আগুনের তাপমাত্রা পৃথিবীর আগুনের ৭০ গুন । কাঠের চুলাতে আগুন সর্বোচ্চ হতে পারে ৭০০ ডিগ্রী সেলসিয়াস । তাহলে দোজগের আগুনের তাপমাত্রা হবে ৭০*৭০০ = ৪৯০০০ ডিগ্রী সেলসিয়াস যা কিনা উপরে আমাদের হিসাবকৃত দোজগের আগুনের প্রায় সমান । আর হাঁ, কেলভিনকে ডিগ্রী সেলসিয়াসে কনভার্ট করেছি যাতে হিসাবে সুবিধা হয় । এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ১৪০০ বছর আগে একজন মানুষ কিভাবে জানতেন কালো আগুনের তাপমাত্রা প্রায় ৪৯০০০ ডিগ্রী সেলসিয়াস ? কারণ তিনি ছিলেন মহান ঈশ্বরের প্রেরিত সর্বশেষ রাসুল (সাঃ) । অতএব হে মানুষ আপনারা সেই আগুনকে ভয় করুন যেই আগুন প্রস্তুত করে রাখা হয়েছে প্রত্যেক অবিশ্বাসীদের জন্য ।
Posted on: Tue, 06 Jan 2015 13:31:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015