::::::::::: ইমন - TopicsExpress



          

::::::::::: ইমন ::::::::::: গ্রামীণফোনের বর্তমান সিমেই থ্রি জি .......................................... অক্টোবরের শুরুতেই থ্রি জি সেবা পেতে যাচ্ছেন গ্রামীণফোনের গ্রাহকরা এবং এজন্য সিম পরিবর্তন করতে হবে না। থ্রি জির নিলামে অংশ নিয়ে তরঙ্গ বরাদ্দ নেয়ার একদিন বাদে সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটিং কোম্পানির কর্মকর্তারা। রোববার নিলামে অংশ নিয়ে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রি জি) নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গ কেনে গ্রামীণফোন। সংবাদ সম্মেলন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, অক্টোবরের শুরুতে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় থ্রি জি সেবা চালু করার পর নভম্বেরে ঢাকা জেলার অন্যান্য অংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তা সম্প্রসারিত হবে। ডিসেম্বরের মধ্যে সাত বিভাগীয় শহরেই গ্রামীণফোনের থ্রি জি সেবা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গ্রামীণফোনের নির্বাহী প্রধান। তিনি আশাবাদী, ২০১৪ সালের মার্চের মধ্যে সব জেলার গ্রাহকরা থ্রি জিসেবা পাবে। গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান গ্রাহকরা সিম পরিবর্তন না করেই থ্রিজি সুবিধা নিতে পারবেন। গ্রামীণফোনের বর্তমান গ্রাহকরা থ্রি জি প্যাকেজ নিলেই থ্রি জি গ্রাহকে পরিণত হবেন। ফলে থ্রি জি সেবা পেতে গ্রাহকদের নতুন করে সিম কেনা বা পরিবর্তনের প্রয়োজনও হবেনা।
Posted on: Wed, 11 Sep 2013 02:25:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015