:) || উষায় জাগাও শাখায় গানের - TopicsExpress



          

:) || উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা || :) © Somashree Banerjee Photography Camera: Sony DSC H-200 F-stop: f/10.7 Exposure time: 1/200sec. ISO speed: ISO-80 Focal length: 6 mm Max aperture: 3.265 Date taken: 17.09.2013 © Somashree Banerjee all rights reserved Like ✔ Comment ✔ Share ✔ :) :) :) THANK YOU :) :) :) মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ । ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ ॥ মৌনী মাটির মর্মের গান কবে উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মোহন প্রাণ ॥ পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো শ্যামসুন্দর । এসো বাতাসের অধীর খেলার সাথী, মাতাও নীলাম্বর । উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা, রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা হে উদার প্রাণ ॥ ––––––––––––– রবীন্দ্রনাথ ঠাকুর
Posted on: Mon, 17 Nov 2014 16:33:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015