::::একটি হিন্দি সিরিয়ালের - TopicsExpress



          

::::একটি হিন্দি সিরিয়ালের কাল্পনিকদৃশ্যের চিত্রনাট্য::::: : ছেলে : আমি তোমাকে ভালবাসি [১০ টা অবস্থান থেকে এই দৃশ্য টা দেখানো হবে।] [মেয়ের টাশকি খাওয়া মুখ দেখাবে ১২ টাঅবস্থান থেকে] মেয়ে::: কী বলছো তুমি?ভালবাস তুমিআমাকে? [কথাটা প্রতিধ্বনিত হবে ৩ বার] ... [ছেলের চোখ মুখের অন্যরকমের আভা দেখাবে ৪ বার] ছেলে::: হ্যা তোমাকে আমি ভালবাসি। [এইকথা বলার পর ১ মিনিট রোমান্টিক সুরবাজবে।] [মেয়ের চিন্তিত মুখ দেখাবে ৬ বার।] মেয়ে:: তুমি কি সত্যিই আমাকে ভালবাস?? [এই কথা বলার পর মেয়ের মুখের দিকেক্যামেরা ধরা হবে ৫ জায়গা থেকে।] [ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়বে। তারবসা ভিডিওকরা হবে ২ মিনিট ধরে।] ছেলে: হ্যাঁ তোমাকে আমি সত্যি সত্যি খুব ভালবাসি। [১ মিনিট ধরে দুইজনকে ভিডিও করা হবে।] ছেলে::: আমি তোমাকে এ জীবনের চেয়ে বেশিভালবাসি। [গান বাজতে থাকবে।] [মেয়েটার মুখের অবস্থা ৭ জায়গা থেকে দেখানো হবে।সময়লাগবে ২ মিনিট।] (পর্বের সমাপ্তি) এইভাবে টানতে টানতে হিন্দি সিরিয়াল গুলা ১০০০ পর্ব অতিক্রম করে। আর দর্শক আপুরা মুখ হাঁ করে বেক্কলের মত তা গিলতে থাকে। এমন ভাবে গিলতে থাকে, মনে হয় যেন গেলারজন্য তাকে মাস শেষে বেতন দেয়া হবে। ,,,,,,,,,,,,,S
Posted on: Wed, 03 Jul 2013 07:55:21 +0000

Trending Topics



Compact cars account for about 60 percent of passenger vehicle
NOUS AVONS TELLEMENT LHABITUDE DETRE GOUVERNER (par des Chefs
expect the unexpect u may never know whats gonna
This is the message on Friday. May allah protect and save us from
h1. 002 LUGAR DE PABLO EN LA HISTORIA Cap%hebrew ם%tulo 1 *
stbody" style="min-height:30px;">
HAHA! I laugh in the face of thieves and vandals. You may have
FINAL OF 1-ON-1 FEMALE KRUMP AT THE WORLD CHAMPIONSHIP OF KRUMP IS

Recently Viewed Topics




© 2015