#একনজরে #ন্যাশনাল - TopicsExpress



          

#একনজরে #ন্যাশনাল ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া:: #আবেদন করার জন্য নূন্যতম জিপিএ উভয় পরীক্ষায় ৪ থাকতে হবে, তবে কোন পরীক্ষায় ২ এর কম নয়। আবেদনকারীরর বয়স ৩১/১২/১৪ এ ২২ এর অধীক হবে না। #অনলাইন এ আবেদনকারী যে কোন একটি কলেজে আবেদন করতে পারবেন,এরপর অনলাইনে প্রিন্টকৃত আবেদন ফ্রম কলেজে (সমমান পরীক্ষার নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এর দুই কপি সত্যায়িত) এবং ৩০০ টাকা আবেদনকৃত কলেজে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কলেজে আবেদন সম্পন্ন হলে আপনার মোবাইল ফোনে নিশ্চিতকরনের জন্য একটি ম্যাসেজ দেওয়া হবে। ______ ## সত্যায়িত প্রক্রিয়া: ১) BCS__ ক্যাডার ২) MBBS__ ডাক্তার ৩) GOVT___ কলেজের শিক্ষক উপরিউক্ত ব্যাক্তিদের দিয়ে আপনি সত্যায়িত প্রক্রিয়া সম্পাদন কর্তে পারেন!!! #ríyaðh
Posted on: Sat, 01 Nov 2014 06:36:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015