@ওলীপুরি না - TopicsExpress



          

@ওলীপুরি না জ্বলিপুড়ি?? নুরুল ইসলাম ওলীপুরি না জ্বলিপুড়ি! কি যেন নাম? উনি নাকি বলেছে, মওদূদীর তাফসীর সম্পূর্নটাই ভুলে ভরা!! হা হা হা!! আমি এই কথা শুনে হাসতে হাসতে মখা হবার মত অবস্থা! আচ্ছা, ওলীপুরি কি কোন তাফসীরকারক নাকি ওনার কোন তাফসীরগ্রন্থ আছে?? ছাগল যদি সিংহকে বলে, আমি বনের রাজা! সেটা শুনলে যেমন হাসি পায়, যখন শুনলাম ওলীপুরির মত একটা ভন্ড মূর্খ একজন জগতবিখ্যাত আলেম আল্লামা মওদূদীর তাফসীরের ভুল ধরে তখন কি যে হাসি পাচ্ছিল তা আপনাদেরকে বুঝাতে পারবনা। যখন দেখলাম আমার কিছু ভাইয়েরা একথা শুনার পর ভন্ডদের সাথে যুক্তিতর্ক শুরু করেছে তখন সত্যি তাদের জন্য আমার করুনা হচ্ছিল। আরে মিয়া আপনার কি দরকার অইসব ভন্ডদের সাথে যুক্তিতর্ক করার? আল্লামা মওদূদী সাহেবের মত একজন আলেমের ভুল ধরতে পারে অইসব ভন্ড, মুনাফিক ও গড্ডমূর্খরা। ওই মূর্খদের সাথে আবার কিসের যুক্তিতর্ক? বিশ্বের বড় বড় আলেম এমনকি মক্কা মদিনার আলেমরা আল্লামা মওদূদীকে ওস্তাদ বলে স্বীকার করে নিয়েছে, যার বইগুলো মদিনা ভার্সিটিসহ বিশ্বের প্রায় ১৮টি ভার্সিটিতে পড়ানো হয়, তার ভুল কারা ধরতে পারে বুঝলেনতো এবার! আপনারা এই গড্ডমূর্খ ও ভন্ডদের সাথে কোন বিতর্কে যাবেন না, তারা যা বলে বলুক, যত মিথ্যাচার করে করুক, ওদের কথায় কান দেয়াতো দূরের কথা ওদের দিকে ফিরেও তাকাবেন না। মনে রাখবেন, ওদের মিথ্যাচার ওদেরকেই ধবংস করবে। যখন এইসব গড্ডমূর্খ ও ভন্ডরা আল্লামা মওদূদী ও ড: জাকির নায়েকের মত ইসলামিস্টদের সমালোচনা করে কথা বলে তখন আমাদের শুধু হাসিই পায়। আল্লামা মওদূদী ও জাকির নায়েকের সাথে ওলীপুরি আর ভন্ড পীর চর্মনাইয়ের সাথে তুলনা! কথায় আছেনা, কোথায় শেখ সাদী আর কোথায় ছাগলের লাদি। কোথায় রাজরানী আর কোথায় চুতমারানী। কিসের সাথে কার তুলনা! এইসব ভন্ড ও মূর্খদের সাথে কেউ বিতর্কে জড়াবেন না। ওদেরকে ছেড়ে দিন ওরা কুকুরের মত ঘেউ ঘেউ করে নিক, তারপর ক্লান্ত হয়ে এমনিতেই থেমে যাবে...... MD Ziaul Haque Munna
Posted on: Thu, 31 Oct 2013 15:18:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015