........কিছু যিকির, যার সাওয়াব - TopicsExpress



          

........কিছু যিকির, যার সাওয়াব অনেক বেশি........ ১. প্রতিদিন ১০০ বার ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ (সুবহানাল্লাহ) পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় বং ১০০০ গুনাহ মাফ করা হয়। [মুসলিম] ২. ﻪﻠﻟ ﺪﻤﺤﻟﺍ (আলহামদুলিল্লাহ) মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ’। [তিরমিযী, ইবনে মাযাহ] ৩. ﻪﻠﻟﺍ ﻻﺍ ﻪﻟﺍ ﻻ (লা ইলাহা ইল্লাল্লাহ) হলো সর্বোত্তম যিকর। [তিরমিযী, ইবনে মাযাহ] ৪. ﻪﻠﻟﺍﻭ ﻪﻠﻟﺍ ﻻﺍ ﻪﻟﺍ ﻻﻭ ﻪﻠﻟ ﺪﻤﺤﻟﺍﻭ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ ﺮﺒﻛﺍ (সুবহানাল্লাহ অলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহু অল্লহু আকবার) এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেন,,, পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়। [সহীহ মুসলিম] ৫. যে ব্যক্তি ﻩﺪﻤﺤﺑﻭ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ (সুবহানাল্লাহি অবিহামদিহী ) প্রতিদিন ১০০ বার পাঠকরবে, সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ বুখারী, সহীহ মুসলিম] ৬. নবী (সঃ) বলেনঃ ﻩﺪﻤﺤﺑﻭ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ ﻢﻴﻈﻌﻟﺍ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ (সুবহানাল্লাহি অবিহামদিহী সুবহানাল্লাহি আযীম) এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ, মীযানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। [বুখারী, মুসলিম] ৭. যে ব্যক্তি ﻩﺪﻤﺤﺑﻭ ﻢﻴﻈﻌﻟﺍ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ (সুবহানাল্লাহিলআযীম অবিহামদিহী) পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে । [তিরমিযী] ৮. নবী (সঃ) বলেনঃ ﻪﻠﻟﺎﺑ ﻻﺍ ﺓﻮﻗ ﻻﻭ ﻝﻮﺣ ﻻ (লা হাওলা অলা কুওঅতা ইল্লা বিল্লাহ) হচ্ছে জান্নাতের রত্নভান্ডারের সমুহের মধ্যে একটিরত্ন। [বুখারী, মুসলিম] ৯. নবী (সঃ) বলেনঃ ﺮﺒﻛﺍ ﻪﻠﻟﺍﻭ ﻪﻠﻟﺍ ﻻﺍ ﻪﻟﺍ ﻻﻭ ﻪﻠﻟ ﺪﻤﺤﻟﺍﻭ ﻪﻠﻟﺍ ﻥﺎﺤﺒﺳ ﻻﻭ ﻪﻠﻟﺎﺑ ﻻﺍ ﺓﻮﻗ ﻻﻭ ﻝﻮﺣ (সুবহানাল্লাহ অলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহু অল্লহু আকবার অলা হাওলা অলা কুওঅতা ইল্লা বিল্লাহ) এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ’মল সমুহ”। [আহমাদ] ১০. নবী (সঃ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআ’লা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তায়ালা আমাদেরকে হাদীসগুলোরউপর আমল করার তাওফীক দান করুন,,,আমীন। গুরুত্বপূর্ণ পোষ্ট। শেয়ার করে অন্যকে জানিয়ে দেয়া আমাদের ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। Admin
Posted on: Sun, 14 Jul 2013 13:49:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015