“কোরআন কাউকে এটা বলার - TopicsExpress



          

“কোরআন কাউকে এটা বলার সুযোগ দেয় নাই যে, কেউ অনবরত তার উপর জুলুম করবে আর সে অনবরত ক্ষমা করে দিবে।” তিনজন ধার্মিক মানুষের গল্প বলব আজ। তারা ছিল মসজিদে। সেখানে আরও দুজন লোক বলাবলি করল এই তিনজন মানুষ খুব বেশি ধার্মিক। প্রথমজন একটু বেশি বেশি ধার্মিক, দ্বিতীয়জন তারচেয়ে একটু বেশি এবং তৃতীয়জন একদম এক্সট্রিম ধার্মিক। তখন তাদের একজন বলল কে বেশি ধার্মিক আমি তা কিভাবে বুঝব? তখন কে বেশি ধার্মিক তা পরীক্ষা করার জন্য ঐ লোক প্রথম ব্যক্তির নিকট গেল এবং তাকে সালাম দিল। কোন জবাব নেই। সে চিন্তা করল তাকে একটা থাপ্পর দিবে এবং যথারীতি তার গালে থাপ্পর বসিয়ে দিল। তারপরও কোন রেসপন্স নেই। ওই ধার্মিক ব্যক্তি ইবাদতে মশগুল। তখন কর্তা বলল এই লোকটি সবচেয়ে বেশি ধার্মিক। তারপর সে দ্বিতীয় ধার্মিক ব্যক্তির নিকট গেল। এবং যথারীতি আগের ঘটনা ঘটালো। সাথে সাথে ধার্মিক ব্যক্তিটি বলে উঠল আপনার হাতে ব্যাথা লাগে নাই তো? আপনার হাত ঠিক আছে তো? এখানে কর্তা ব্যক্তি তো অভাগ!! সে চিন্তা করল আমি তাকে মারলাম, সে নিজের কথা চিন্তা না করে জিজ্ঞেস করছে আমি ব্যাথা পেয়েছি কিনা? নিশ্চয় সে বেশি ধার্মিক। তারপর তৃতীয় ব্যক্তির পালা। তাকেও কর্তা ব্যক্তি একটি থাপ্পর বসিয়ে দিল। এবার ঘটল উল্টা কাহিনী। ধার্মিক ব্যক্তি ওঠে কর্তা ব্যক্তির গালে খসে দুইটা থাপ্পর বসিয়ে দিল!! তখন কর্তা ব্যক্তি বলল আমি মনে করেছিলাম আপনি বেশি ধার্মিক। কিন্তু আপনি!!! তখন তৃতীয় বলল কাউকে না কাউকে যেকোন উপায়ে আপনার এ জুলুমকে বন্ধ করতে হবে। শিক্ষা- তাই স্থান, কাল পাত্র বুঝে ক্ষমা করতে হবে আবার শক্তি প্রয়োগ করে জুলুম বন্ধ করতে হবে। মুফতি ইসমাইল মেন্ক এর একটি লেকচার অবলম্বলে। ইউটিউবে শুনতে চাইলে- youtu.be/SxaMd9lgYPE মোহাম্মদ মনিরুল ইসলাম
Posted on: Tue, 06 Jan 2015 06:28:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015