~ কলের কাঠি ~ The darkest places in hell are - TopicsExpress



          

~ কলের কাঠি ~ The darkest places in hell are reserved for those who maintain their neutrality in times of moral crisis. - Dante Alighieri একমাত্র Masud Khan এর লগে কারো কোনো বিরোধ নাই। তাঁর প্রচুর শিষ্য শাবক থাকা সত্ত্বেও তিনি আদৌ বিরোধে জড়ান না। আলোকিত দৈনিক প্রথম আলোর সাহিত্য পাতার গড ফাদার হিসাবে তাঁর নাম উচ্চারিত যদিও হয় না তেমন তবু কার কোন বই আলোচনায় আসা দরকার তা নাকি তিনিও ঠিক কইরা দেন, কানাডা থিকা ফোন কইরা কইরা। তবু, তাঁর লগে কারও বিরোধের কোনো আভাস দেখা যায় না। সুব্রত অগাস্টিন গোমেজের লগেও এমনকি সাজ্জাদ শরিফের বিরোধ আছে। সুমন রহমানের লগে মাহবুব মোর্শেদের। মানসের লগে আদিত্যের। আজফার হোসেনের লগে ফাকরুল ইসলাম চৌধুরীর। কুলদা রায় আর তাঁর আত্মীয় কথিত অদিতি ফাল্গুনীর লগে সব অকুলদা আর সব অনদিতিদের। ফরহাদ মজহারের লগে সলিমুল্লাহ খানের। রাজু আলাউদ্দিনের লগে আলীম আজিজের। আমার লগে কার বিরোধ নাই তা দেখার বিষয়--সেই আমারও মাসুদ খানের লগে কোনো বিরোধ নাই! অথচ সব কলের তিনিই নাকি কাঠি--আশ্চর্য। ২. একবার একজনের ব্যাপারে তিনি একটা তথ্য দিছিলেন আমারে। আমি স্ট্যাটাসে তাঁর তথ্যের উল্লেখ করতেই তাঁর নাম কাটার জন্য এমন হায়হুতাশ শুরু করলেন যে আমি ওই স্ট্যাটাসই বাদ দিয়া দিতে বাধ্য হইলাম। এই সম্মানিত রাজহাঁসের ব্যাপারে কবিবৃন্দ সাবধান। #ব্রাত্যরাইসু ৭/৯/১৩
Posted on: Sat, 07 Sep 2013 10:01:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015