•• খাবার সময় নিন্মে - TopicsExpress



          

•• খাবার সময় নিন্মে বর্ণিত নিয়ম সমূহ অনুস্বরণ করলে আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন । ♦ প্রতিবার খাবার আগে অন্তত: এক গ্লাস পানি পান করুন । ♦ খাওয়ার আগে গভীরভাবে শ্বাস নিন ♦ দুপুর বা রাতের খাবার জন্য অন্তত ২০ মিনিট সময় বরাদ্দ করুন । ♦ ভালো করে চিবিয়ে খান ও ধীরে ধীরে খান। এতে কম খেলেও আপনার পেট ভরে যাবে । ♦ মুখে খাওয়ার নিয়ে কোনো কথা বলবেন না। তবে খাওয়ার সময় গল্প করতে পারেন। তাতে আপনি ধীরে ধীরে খেতে পারবেন । ♦ যদি আপনি একা খান তো খাওয়ার সময় বই পড়ুন নইলে রুচিসম্মত কোন গান শুনুন । ♦ যদি খুব খিদে পেয়ে যায় তাহলে প্রথমে হালকা কিছু খেয়ে নিন। এতে আপনি একবারে বেশি খাবার প্রবনতা থেকে রক্ষা পাবেন । ♦ রাতে খাবার সময় টিভি দেখবেন না । ♦ কখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবেন না । _____________________________________________ জানিনা আমাদেরপোস্টগুলো আপনারা দেখতে পান কিনা,যদি দেখতে পান তাহলে লাইক, কমেন্টবা শেয়ার করে আলামাত রেখে যাইয়েন।আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।
Posted on: Sun, 25 Aug 2013 20:38:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015