★খেলোয়াড় হিসেবে যেমন, - TopicsExpress



          

★খেলোয়াড় হিসেবে যেমন, মানুষ হিসেবেও তেমন অসাধারণ সাকিব আল হাসান। – জ্যাক ক্যালিস (অলরাউন্ডার,দক্ ষিণ আফ্রিকা) ★আমি সাকিবকে গ্রেট হিসাবেই কল্পনা করি। তবে সাকিবকে এখানে থামলেই চলবে না। – মাশরাফি বিন মর্তুজা ( অধিনায়ক, বাংলাদেশ) ★আমি সাকিবের সঙ্গে বিভিন্ন পর্যায়ে একই দলে খেলে এসেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। সাকিব জানে কীভাবে সেরা হতে হয়। – মুশফিকুর রহিম (উইকেট রক্ষক, বাংলাদেশ ) ★ভাইয়াকে যে খেলাই খেলতে দেন না কেন, ভাইয়া সবসময় চ্যাম্পিয়ন। – জান্নাতুল ফেরদৌস রিতু (সাকিব আল হাসানের ছোট বোন) ★সাকিব সম্পর্কে আমার প্রথম ধারণাটাই ছিল, এই ছেলে বিশ্বের যেকোনো প্রথম সারির টেস্ট দলে জায়গা করে নিতে পারে। আমার কাছে মনে হয়, সাকিবের মুল্যবোধ অনেক উচু। – সঞ্জয় মাঞ্জরেকার (সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ) ★সাকিব অল্পতে তুষ্ট হয় না । এই জিনিসটা এক্সট্রা অর্ডিনারি মনে হয় তার মধ্যে। – নিয়াজ মোর্শেদ (দাবাড়ু, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার) ★ছাত্র হিসেবে সাকিবের একটা ভালো গুণ হচ্ছে, অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে আপনি সাকিবকে একটা ব্যাপার দ্রুত বোঝাতে পারবেন। আমাদেরকে নতুন যুগে নিয়ে যাচ্ছে সাকিব। – মোঃ সালাউদ্দিন (সাকিবের মেন্টর ও কোচ) ★সাকিব ভাই আমাদের আদর্শ। সাকিব ভাইকে দেখে একটা সাহস তৈরী হয়। মনে হয়, আমাদের দেশের একজন সাকিব ভাই যদি সেরা হতে পারে, আমরাও করতে পারি । – সালমা খাতুন ( অধিনায়ক, জাতীয় প্রমিলা ক্রিকেট দল ) ★লোকে যখন মনে করে, আমই সাকিবের কোচ ছিলাম,মনে হয় আর কিছুই চাইনা। মনে হয়, আমার জীবনে আর চাওয়া- পাওয়ার কিছু নেই। – গোর্কি ( সাকিব আল হাসানকে খুজে বের করা কোচ ) ★আমার কোচিং জীবনে আমই সাকিবের মতো প্রতিভাধর ছেলে খুব কমই দেখেছি। মানুষ হিসেবেও সে আমার খুবই পছন্দের। আমই এক বাক্যে বলি, সাকিব বাংলাদেশে জন্মানো সর্বকালের সেরা ক্রিকেটার। – সাকলায়েন মুশতাক ( পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ) ★সাকিব সম্পর্কে সবার শ্রদ্ধা আছে। আমরা খুব ভাগ্যবান, এরকম একজন খেলোয়ার পেয়েছি। ওকে নিয়ে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি। – আতহার আলী খান ( জাতীয় দলের সাবেক ক্রিকেটার, নির্বাচক, ধারাভাষ্যকার) ★বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আগেও এসেছেন অনেকে। আকরাম খান ছিলেন,আমিনুলের মতো ব্যাটসম্যান ছিলেন। মোহাম্মদ রফিক একজন গ্রেট বোলার ছিলেন। কিন্তু আমার মতে সাকিব আল হাসান বেশ এগিয়ে থাকবেন বাকিদের চেয়ে। সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে। সত্যিকারের একজন ম্যাচ উইনার সাকিব আল হাসান। –ওয়াসিম আকরাম ( পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার, কেকেআরে সাকিবের কোচ) ★আমার মনে হয়, সাকিব এমন একজন টেস্ট- ক্লাস অলরাউন্ডার, যার মতো একজন অলরাউন্ডারকে বিশ্বের যেকোনো দেশ তাদের দলে পেতে চাইবে। – শিল্ড বেরি (সাবেক সম্পাদক, উইসডেন) ★If you wanna be a number 3 batsman, you have to give more effort on batting than bowling. Everyone cannot be Jacques Kallis or Shakib Al Hasan , mate! - ম্যাথু হেইডেন (সাবেক ওপেনার, অষ্ট্রেলিয়া)...
Posted on: Sun, 11 Jan 2015 07:37:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015