♦♦চরম জোক (না পড়লে আপনার - TopicsExpress



          

♦♦চরম জোক (না পড়লে আপনার দোষ)♦♦ জাপানি আর বাংলাদেশী ২ টা সাবান কারখানার ঘটনা জাপানী কারখানা !! পুরা কারখানাই অটোমেটিক । মানুষকেউ নাই সব মেশিন ... একদিক দিয়ে সাবানের উপাদান দেওয়াহয় আরেকদিক দিয়ে একদম প্যাকেট হয়ে সাবান বের হয়ে আসে কিন্তু একবার হল কি একটা সাবানের প্যাকেট বের হল যেটায় কোন সাবান ছিল না ... সেই প্যাকেট যেই না ক্রেতার হাতে গেল ক্রেতা অভিযোগ করলেন কোম্পানিতে ব্যাস আর যায় কই ? কম্পানিরমালিক দের মাথায় হাত । জাপান বলে কথা এরকম ভুল হল কিভাবে ?? !! এরকম তো আর করা যাবে না........ সেই কম্পানির মালিক রা একজোট হয়ে ৬ মিলিয়ন ডলার খরচ করে একটা মেশিন বসাল যা সাবানের প্যাকেট এক্সরে করে ওজন নিয়ে গন্ধ শুকে আগে নিশ্চিত হবে সবান আছে কিনা তারপর সেটা রিলিজ দিবে ।। একই সমস্যা ঘটল এবার এক বাংলাদেশী কারখানায় ! কিন্তু বাংলাদেশী মালিক টিছিলেন আবার খুব চালাক ...তিনি দেখলেন তার পক্ষে ৬ মিলিয়ন ডলার খরচ করে ওঁই মেশিন বসানো সম্ভব না ... তিনি করলেন কি তার কারখানার যেদিক দিয়ে সাবানভর্তি প্যাকেট বের হয়ে আসে সেখানে একটা ফ্যান লাগিয়ে দিলেন ... বাস আর কি... যে সাবানের প্যাকেট এ সাবান থাকে না সেটা ফ্যানের বাতাসে উরে যায় ...।;) বাংলাদেশ রোকস্!! শেয়ার চাই।
Posted on: Mon, 01 Jul 2013 17:37:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015